Home জাতীয় দ্বৈত নাগরিকত্ব সনদের আবেদন নিষ্পত্তি অনলাইনে

দ্বৈত নাগরিকত্ব সনদের আবেদন নিষ্পত্তি অনলাইনে

রংপুর নিউজ ডেস্কঃ

দ্বৈত নাগরিকত্ব সনদের আবেদন আর অফলাইনে (হার্ডকপিতে) গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামী ১৫ মে থেকে শতভাগ আবেদন অনলাইনে গ্রহণ ও নিষ্পত্তি করা হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের বহিরাগমন শাখার উপ-সচিব আলীমুন রাজীবের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদেশস্থ বাংলাদেশ দূতাবাস ও মিশনে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দ্বৈত নাগরিকত্বের আবেদন আগামী ১৫ মে থেকে সরাসরি হার্ডকপিতে (অফলাইনে) গ্রহণ করা হবে না। সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণ এবং দ্রুততম সময়ে সেবা দেওয়ার লক্ষ্যে আগামী ১৬ মে থেকে দ্বৈত নাগরিকত্ব সনদের আবেদন শতভাগ অনলাইনে গ্রহণ ও নিষ্পত্তি করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রণালয়ের scs.ssd.gov.bd লিংক এ নিজস্ব gmail আইডি দিয়ে Login করে অনলাইনে ফরম পূরণ, প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড ও ই-পেমেন্টের মাধ্যমে সরকারি ফি পরিশোধ করে আবেদন করা যাবে।

আবেদন অনলাইনে নিষ্পত্তির পর ডিজিটাল সনদ আবেদনকারী ই-মেইলে প্রাপ্ত হবেন। নিজস্ব gmail আইডি থেকে QR Code সম্বলিত ডিজিটাল সনদ ডাউনলোড করে সংগ্রহ করা যাবে।

Facebook Comments Box

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here