Saturday, May 3, 2025
Homeপঞ্চগড়ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি কিশোরকে ফেরত দিল বিএসএফ

ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি কিশোরকে ফেরত দিল বিএসএফ

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের সদর উপজেলার সেনপাড়া সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া আবু রায়হান ইসলাম ওয়াসিম (১৫) নামে বাংলাদেশি কিশোরকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার দুপুরে বিজিবি ও বিএসএফের কোম্পানি পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে ওই কিশোরকে ফেরত দেওয়া হয়। পরে বিজিবি ওই কিশোরকে পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করে।

সেনপাড়া সীমান্তের মেইন পিলার ৭৪৬ এর নো ম্যান্স ল্যান্ডে অনুষ্ঠিত পতাকা বৈঠকে ভারতের বিএসএফের পক্ষে ৪৬ ব্যাটালিয়নের ভাটপাড়া কোম্পানি কমান্ড্যান্ট সুখদেব সিং ও বিজিবির পক্ষে ভিতরগড় কোম্পানি কমান্ডার সুবেদার দারাজ উদ্দিন নেতৃত্ব দেন।

বিজিবির টোকাপাড়া ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার শফিকুল ইসলাম জানান, বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর ওই কিশোরকে ফেরত দিয়েছে। বৃহস্পতিবার দুপুরে ওই কিশোরকে পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করা হয়। বিএসএফ ওই কিশোরকে হাত-পাসহ শরীরের বিভিন্নস্থানে মারপিট করেছে। আঘাতের চিহ্ন দেখা গেছে কিশোরের গায়ে।

পঞ্চগড় থানার ওসি এস এম মাসুদ পারভেজ জানান, বৃহস্পতিবার দুপুরে বিজিবি ওই কিশোরকে থানায় নিয়ে আসে। বিজিবির পক্ষ থেকে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, গতকাল বুধবার বিকেলে পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের সেনপাড়া সীমান্তের মেইন পিলার ৭৪৬ এলাকা থেকে তাকে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ৪৬ ব্যাটালিয়নের গোড়ালবাড়ী ক্যাম্পের সদস্যরা। আটক কিশোর ওয়াসিমের বাড়ি সদর উপজেলার অমরখানা ইউনিয়নের সেনপাড়া এলাকায়। সে ওই এলাকার রেজাউল করীমের ছেলে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর