মোঃ রেজাউল করিম স্বাধীন, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশ শনিবার রাতে অভিযান চালিয় উপজলার মতিহারা বাজার থেকে আব্দুল হাই (২৬) নামে অপহরণ মামলার এক আসামীক গ্রেফতার করেছে। এসময় তার হেফাজতে থাকা অপহৃতকও উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী উপজেলার পদুমহার গ্রামর তোফাজ্জল হোসনের ছেলে।
পুলিশ জানায়, উপজলার মাহমুদপুর ইউনিয়নর পদুমহার গ্রামের মোঃ তারা মিয়ার কন্যা (১৭) কে তার বাড়ী সংলগ্ন ইবতদায়ী মাদ্রাসার মাঠ থেকে গত ৩১ জানুয়ারী বিকেলে অপহরণ করা হয়। এ ঘটনায় অপহৃতার পিতা তারা মিয়া ০৫ ফেব্রুয়ারী নবাবগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়র করে। তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে পুলিশ অপহরনের মাত্র ৮ দিনর মধ্যে ওই মামলার আসামী গ্রেফতারসহ ভিকটিমকে উদ্ধার করেছে। রবিবার দুপুরে পুলিশ আসামীসহ ভিকটিমকে দিনাজপুর আদালত প্রেরণ করছে।
Facebook Comments Box