গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের নবাবগঞ্জে জমিতে লাগানো ১২৬টি মেহগনির চারা গাছ রাতের আঁধারে কেটে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৪০ থেকে ৫০ হাজার টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন কৃষক তরিকুল ইসলাম (২৭)। এ ঘটনায় তিনি নবাবগঞ্জ থানায় ৬ জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দিয়েছেন।
ঘটনাটি ঘটে গত শুক্রবার (১৮ জুলাই) দিবাগত রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নলেয়া মৌজার মাঠে। ক্ষতিগ্রস্ত তরিকুল ইসলাম উপজেলার পূর্ব ফতেপুর গ্রামের বাসিন্দা এবং দুদু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, কৃষিকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন তরিকুল। তার বোন জামাই রাসেদুল ইসলামের পরামর্শে বাবার সঙ্গে মিলে বিভিন্ন ফলজ ও বনজ গাছ রোপণের উদ্যোগ নেন তিনি। কিছুদিন আগে রাসেদুল ইসলামের নামে ফরহাদ নামের এক ব্যক্তির কাছ থেকে ২২ লাখ টাকা দিয়ে ১১ শতক জমি কেনেন তিনি। ইউক্যালিপটাস চারা রোপণের পর পার্শ্ববর্তী জমির মালিক আতর আলী (৬০), সোনাউল্লাহ (৬৫), শাহজাল মিয়া (২৯), মালেক আলী, শফিকুল ইসলাম (৪০) ও মুশফিকুর রহমান (৩৪) স্থানীয় ইউনিয়ন পরিষদে অভিযোগ করেন।
অভিযোগে বলা হয়, ইউক্যালিপটাস গাছ বড় হয়ে উঠলে তাদের ফসলের ক্ষতি হতে পারে। অভিযোগের ভিত্তিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাছ অপসারণ করে বিকল্প প্রজাতির গাছ লাগানোর নির্দেশ দেন। চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী ইউক্যালিপটাস গাছ সরিয়ে ওই জমিতে মেহগনি জাতের ১২৬টি চারা রোপণ করেন তরিকুল।
তরিকুল ইসলাম জানান, “রোপণের কিছুদিন পর শুক্রবার সকালে বাবার সঙ্গে জমিতে গিয়ে দেখি সব চারা উপড়ে ফেলে মাঝ বরাবর কেটে ফেলা হয়েছে। এতে আমার প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।”
তরিকুলের বাবা দুদু মিয়া বলেন, “আমরা কৃষক মানুষ, কারও সঙ্গে কোনো শত্রুতা নেই। মনে হচ্ছে হিংসাবশত কেউ এমন করেছে। গাছ পরিবেশের জন্য উপকারী—এই গাছ কেটে যে নষ্ট করেছে, তার কঠিন শাস্তি হওয়া দরকার।”
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, “গাছ কেটে নষ্ট করার বিষয়ে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”