Thursday, July 31, 2025
Homeদিনাজপুরনবাবগঞ্জে ৮ একর রিজার্ভ বনভূমি উদ্ধার করে বৃক্ষরোপণ

নবাবগঞ্জে ৮ একর রিজার্ভ বনভূমি উদ্ধার করে বৃক্ষরোপণ

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোঃ রেজাউল করিম স্বাধীন, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ৮ একর সরকারি রিজার্ভ বনভূমি দখলমুক্ত করে সেখানে বৃক্ষরোপণ করেছে বন বিভাগ। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার আমবাগান গ্রামের চকনওদা মৌজায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিরামপুর চরকাই রেঞ্জের আওতাধীন ভাদুরিয়া বন বিট এলাকায় পরিচালিত এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন দিনাজপুর জেলা সহকারী বন সংরক্ষক (এসিএফ) তানভীর ইসলাম নাহিদ। তার নেতৃত্বে যৌথবাহিনী অবৈধ দখলমুক্ত করে বনায়নের কাজ শুরু করে। বিষয়টি নিশ্চিত করেছেন এসিএফ তানভীর ইসলাম নাহিদ নিজেই।

বন বিভাগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু ব্যক্তি ওই জমিগুলো অবৈধভাবে দখল করে কৃষিকাজ করে আসছিল। বন বিভাগ একাধিকবার তাদের নোটিশ দিলেও তাতে তারা সাড়া না দিয়ে দখল বজায় রাখে। অবশেষে বন বিভাগের গেজেটভুক্ত সংরক্ষিত বনভূমি পুনরুদ্ধারে এ অভিযান পরিচালিত হয়।

প্রায় ২০০ শ্রমিকের সহায়তায় উদ্ধারকৃত জমিতে বিভিন্ন প্রজাতির বনজ, ফলদ এবং ওষুধি গাছের চারা রোপণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষায় এ বনায়ন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এসিএফ তানভীর ইসলাম নাহিদ।

উচ্ছেদ ও বনায়ন অভিযানে অংশ নেন রেঞ্জ কর্মকর্তা রাতুল সাহা, সহকারী রেঞ্জ কর্মকর্তা খাইরুল ইসলাম, ফরেস্টার আল-আমিন, বিট কর্মকর্তা এরশাদ আলী, ফরেস্ট গার্ড ইয়াসিন আরাফাতসহ বিট এলাকার উপকারভোগী সদস্যরা।

 

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর