Saturday, May 3, 2025
Homeকুড়িগ্রামনা‌গেশ্বরী‌তে আগুনে পুড়ে ছাই দু‌টি বসত বাড়ি

না‌গেশ্বরী‌তে আগুনে পুড়ে ছাই দু‌টি বসত বাড়ি

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিদ্যুতের শর্ট সার্কিটে আগুন লেগে দুই ভাইয়ের বসত বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে।

কুড়িগ্রামে নাগেশ্বরী নেওয়াশী ইউনিয়নের মুক্তার কুটি মাঠের পাড় গ্রামের আজিজা রহমানের বাড়িতে এই ঘটনা ঘটে। শুক্রবার দুপুর ২ ঘটিকার সময় আবুল কাশেম তার ঘরের ভিতরে আগুন দেখতে পেয়ে চিৎকার করে লোকজন ডাকতে থাকে।

স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রণ ব্যর্থ হওয়ায় ফায়ার সার্ভিসে সংবাদ দেয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এরমধ্যে দুইটি ঘরের সবকিছু পুরে যায়। এ সময় ঘরের কোন জিনিসপত্র বাহির করা সম্ভব হয় নাই। আজিজার রহমান বলেন, বিদ্যুতের তার লিক হয়ে ঘরের ভেতরে আগুন লাগে। ঘরের দরজা জানালা সহ কিছু পুরে ছাই হয়ে গেছে। ঘরের কিছুই বাহির করতে পারি নাই।

আবুল কাশেম বলেন, হঠাৎ দুপুর বেলায় ঘরে আগুন দেখতে পাই, পরে চিৎকার করে এলাকার লোকদের ডাকাডাকি শুরু করি এর মধ্যেই আমার ও আমার ছোট ভাই রফিকুল ইসলামের ঘরের ভেতরের সব পুড়ে যায়, ধান চাউল, জিনিসপত্র সবকিছু পুড়ে গেছে।

গোলাপি বেগম বলেন, ঘরের শোকেছ, আলমারি অন্যান্য আসবাবপত্র সব পুড়ে গেছে,ঘরের কোন কিছুই ধরতে পারিনি।
স্থানীয় ইউপি সদস্য আমিনুল ইসলাম বলেন নামাজের সময় সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসে ফোন দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। সে আরও বলেন, আনুমানিক দুইটি ঘরের টিনের চাল সহ প্রায় ৬-৭ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর