Thursday, May 1, 2025
Homeকুড়িগ্রামনাগেশ্বরীতে নলকূপের পাশ থেকে সুপারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নাগেশ্বরীতে নলকূপের পাশ থেকে সুপারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

আব্দুল হাই, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে নলকূপের পাশে পরে থাকা অবস্থায় রতন দত্ত (৪৮) নামে এক সুপারি ব্যবসায়ীর মৃত দেহ উদ্ধার করেছে নাগেশ্বরী থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) উপজেলার আলেপের তেপথী বাজার এলাকা থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়। মৃত রতন দত্ত লক্ষ্মীপুর জেলার বাঞ্ছানগর থানা রোডের স্বর্গীও চাইলস দত্ত ও স্বর্গীয় বকুল দত্তের পুত্র বলে জানা গেছে। তার এ মৃত্যুতে স্থানীয় ব্যবসায়ী ও এলাকা বাসীর মাঝে গভীর শোক বিরাজ করছে। জানা গেছে- প্রায় দুই সপ্তাহ ধরে তিনি নাগেশ্বরীর বিভিন্ন হাট-বাজার থেকে সুপারি সংগ্রহ করছিলেন এবং তা নিজ এলাকায় পাঠাচ্ছিলেন। এ সময় তার সঙ্গে থাকা সহযোগী গিয়াস উদ্দিন, যিনি দুই দিন আগেই ফিরে যান।

স্থানীয় আড়ৎদার মোঃ আমিনুর ইসলাম (৫৬) জানান- রতন দত্ত নিয়মিত আমার আড়ৎ থেকে সুপারি কিনতেন। ২৫ এপ্রিলের মধ্যে তার বাড়ি ফেরার কথা ছিল। আমরা ভাবতেও পারিনি, এর আগেই এমন হৃদয়বিদারক ঘটনা ঘটবে। জানা যায়, গতকাল রাত থেকে তিনি শারীরিকভাবে কিছুটা অসুস্থতা অনুভব করছিলেন এবং স্থানীয় এক চিকিৎসকের পরামর্শও নিয়েছিলেন। রাতে টিউবওয়েলে পানি তুলতে গিয়ে হঠাৎ মাটিতে পড়ে যান। সকালে এলাকাবাসী তার নিথর দেহ টিউবওয়েলের পাশে পড়ে থাকতে দেখে হতভম্ব হয়ে স্থানীয় পুলিশকে জানালে খবর পেয়ে ঘটনাস্থল হতে মৃত দেহটি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ বলেন- প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলেই ধারণা করা হচ্ছে। অধিকতর তদন্তের পর বিষয় টি নিশ্চিত হওয়া যাবে। তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর