Thursday, July 31, 2025
Homeকুড়িগ্রামনাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজার গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজার গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

আব্দুল হাই, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিএনপি নেতা গোলাম রসুল রাজার গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় বাসিন্দারা।

শনিবার (২৭ জুলাই) দুপুরে নাগেশ্বরী পৌরসভার ঈদগাহ মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ। সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিব্বির আহমেদের কাছে একটি স্মারকলিপিও পেশ করেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, গত ২৩ জুলাই বেরুবারী ইউনিয়নে একটি পথসভায় বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা নাগেশ্বরী পৌর এলাকার বানিয়া পাড়া ও ভূষুটারী গ্রামবাসীকে চাঁদাবাজ ও গুণ্ডাবাহিনী বলে উল্লেখ করেন এবং গ্রাম জ্বালিয়ে দেওয়ার হুমকি দেন। এ বক্তব্যে এলাকায় তীব্র ক্ষোভ সৃষ্টি হয়।

সমাবেশে বক্তারা বলেন, নাগেশ্বরীর মানুষ শান্তিপ্রিয়। এমন উসকানিমূলক বক্তব্যে এলাকাবাসী নিরাপত্তাহীনতায় ভুগছে। বক্তারা দ্রুত গোলাম রসুল রাজার গ্রেফতার ও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান।

বক্তব্য দেন স্থানীয় নাগরিক মুকুল, সৈয়দ আলীসহ তরুণ প্রজন্মের একাধিক প্রতিনিধি। তারা বলেন, এখন শিশুরাও আতঙ্কে রয়েছে। রাজাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, তা না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে গোলাম রসুল রাজা বলেন, “বেরুবারীর এক স্থানীয় বাসিন্দাকে অপমানের প্রেক্ষিতে আমি উত্তেজনার বসে এমন কথা বলেছি, পরে আমি ক্ষমা চেয়েছি।”

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা ও সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ জানান, তারা ঘটনাটি তদন্ত করে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর