Sunday, May 4, 2025
Homeকুড়িগ্রামনাব্যতা সংকটে চার মাস বন্ধ থাকার পর চিলমারী-রৌমারী নৌ রু‌টে ফেরি চলাচল...

নাব্যতা সংকটে চার মাস বন্ধ থাকার পর চিলমারী-রৌমারী নৌ রু‌টে ফেরি চলাচল শুরু

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

ফয়সাল হক, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
দীর্ঘ চার মাস ১১ দিন পর চালু হ‌লো চিলমারী-‌রৌমারী নৌ রু‌টে ফে‌রি চলাচল। বি‌ষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন চিলমারী ফেরি সার্ভিস বিআইডব্লিউটিসি‘র ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান।

তি‌নি ব‌লেন, নাব্যতা সংকটের কার‌ণে গত বছ‌রের ২৩ ডিসেম্বর ফে‌রি চলাচল বন্ধ হয়। ফ‌লে ফে‌রি কুজ্ঞলতা ও কদম দীর্ঘদিন ধ‌রে রৌমারী ঘাটে প‌ড়েছিল। ব্রহ্মপুত্র নদে পা‌নি বৃ‌দ্ধি পাওয়ায় শ‌নিবার (৩ মে) থে‌কে ফে‌রি পারাপা‌রের জন‌্য প্রস্তুত রাখা হ‌য়ে‌ছে। যানবাহন পাওয়া গে‌লে রৌমারী থে‌কে চিলমারী ঘাটের উদ্দেশে রওনা দি‌বে।

এদিকে ফে‌রি চলাচলের খবর পেয়ে উচ্ছ্বসিত কু‌ড়িগ্রা‌মের যানবাহন চালকরা।

না‌গেশ্বরীর ট্রাকচালক আমিনুল ইসলাম ব‌লেন, ফে‌রি বন্ধ থাকায় পাথরবোঝাই ট্রাক নি‌য়ে যাতায়াত কর‌তে দীর্ঘ পথ পাড়ি দি‌তে হয়। ফে‌রি চালু হ‌লে এ পথ আরো সহজ এবং সাশ্রয় হবে।

বিআইড‌ব্লিউটিএ’র কু‌ড়িগ্রাম অঞ্চ‌লের উপ-সহকারী প্রকৌশলী কামরুজ্জামান ব‌লেন, নাব‌্যতা সংকটের কার‌ণে এতো‌দিন ফে‌রি বন্ধ ছিল। প্রায় ২৬ কি‌লোমিটার নৌ রু‌টে ড্রেজিং ক‌রা হ‌য়। বর্তমানে ব্রহ্মপুত্র নদের পা‌নি কিছুটা বৃ‌দ্ধি পাওয়ায় ফে‌রি চলাচলের উপ‌যো‌গি হ‌য়ে‌ছে।

 

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর