Thursday, July 31, 2025
Homeদিনাজপুরনারায়ণগঞ্জ থেকে চুরি হওয়া ট্রাক দিনাজপুরে ভাংড়ির দোকানে বিক্রি, গ্রেফতার ২

নারায়ণগঞ্জ থেকে চুরি হওয়া ট্রাক দিনাজপুরে ভাংড়ির দোকানে বিক্রি, গ্রেফতার ২

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

রুকুনুজ্জামান, পাবর্তীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ জেলা সিদ্ধিরগঞ্জ উপজেলার চোরাইকৃত ট্রাক কাটার সময় হাতে নাতে ড্রাইভার ও চোর সর্দার পার্বতীপুর থেকে আটক করেছে থানা পুলিশ।

জানা যায়, গত ২৩ শে জুলাই বুধবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা সিদ্ধেশ্বরী উপজেলার মাসুদ রানা এন্টারপ্রাইজ এর একটি ট্রাক যাহার নং ঢাকা মেট্রো ট-১৫-৭৫০২ । ট্রাক ড্রাইভার সোহাগ (৩৩) গাড়ী নিয়ে দিনাজপুর জেলার পাবর্তীপুর উপজেলার পৌরসভার ভাংড়ী ব্যবসায়ী মাসুদ পারভেজ এর কাছে ৫০ টাকা কেজি দরে ৪ লাখ টাকায় বিক্রি করে দেয়।

সিদ্ধিরগঞ্জ থানায় ট্রাকের মালিক মাসুম রানা সাধারণ ডাইরি সূত্র ধরে ড্রাইভারের মোবাইল ফোন জিপিএস ট্র্যাকিং করে গতকাল ২৫ জুলাই শুক্রবার রাত ৮ টার দিকে পাবর্তীপুর পৌর শহরের ঢাকা মোড়ে ট্রাক কাটার সময় রংপুর জেলার মাহিগজ্ঞ থানার আমিরুল ইসলাম এর পুত্র ড্রাইভার সোহাগ (৩৩), ও চোরের সর্দার পাবর্তীপুর উপজেলার নুরনগর মহল্লার কাইয়ুম এর ছেলে ফেরদৌস (৩২) কে পুলিশ আটক করে।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ভাংড়ী ব্যবসায়ী চোরাই মাল ক্রয়কারীর মুলহোতা মাসুদ পারভেজ সহ তার লোকবল পালিয়ে যায়। পুলিশ কাটা ট্রাকসহ আটককৃতদের থানায় নিয়ে যায়। ট্রাকের মালিক মাসুম রানা বলেন, আমার জিপিএস ট্র্যাকিং মিছিং হওয়ার সাথে সাথে সিদ্ধিরগঞ্জ থানায় জিডি করলে পুলিশ মোবাইল ট্র্যাকিং করে পাবর্তীপুর মডেল থানার এস আই দুলাল হোসেন ও সঙ্গী ফৌজের সহযোগিতায় আসামীদের আটক করা হয়।

এ ব্যাপারে পাবর্তীপুর মডেল থানায় মামলা করা হয়। মডেল থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, মামলা হয়েছে। ভাংড়ি ব্যবসায়ী মাসুদ পারভেজ কে গ্রেফতারের প্রক্রিয়া চলছে। ঢাকা মোড়ের এক ব্যবসায়ী নাম প্রকাশে অনিচ্ছুক (৪৫) বলেন, ভাংড়ীর ব্যবসায়ী মাসুদ পারভেজ দীঘদিন ধরে চোরাই মালামাল ক্রয় করে আসছে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর