Thursday, July 31, 2025
Homeপঞ্চগড়নিরাময় নার্সিং হোমে ভুয়া চিকিৎসা : মালিক গ্রেপ্তার, তদন্তে চাঞ্চল্যকর তথ্য

নিরাময় নার্সিং হোমে ভুয়া চিকিৎসা : মালিক গ্রেপ্তার, তদন্তে চাঞ্চল্যকর তথ্য

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

ইকবাল বাহার, পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ের বোদা উপজেলায় অবস্থিত “নিরাময় নার্সিং হোম” নামের একটি ক্লিনিকে ভুয়া চিকিৎসক দিয়ে রোগীদের চিকিৎসা করিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করা হচ্ছিল। এতে রোগীরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি আর্থিকভাবে নিঃস্ব হচ্ছেন অসহায় ও গরিব মানুষরা। এসব অভিযোগের প্রেক্ষিতে ক্লিনিকটির মালিক উজ্জ্বল সরকারকে আটক করেছে প্রশাসন।

৩০ জুলাই (বুধবার) রাত ১২টার দিকে বোদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. ফুয়াদের নেতৃত্বে একটি অভিযান চালানো হয়। অভিযানে বোদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুল কবির এবং সেনাবাহিনীর বোদা ক্যাম্পের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অভিযানে উজ্জ্বল সরকারকে ক্লিনিক থেকে আটক করা হয়। অভিযানের সময় মামলার অন্যতম আসামি ভুয়া চিকিৎসক অভি সরকার পালিয়ে যান।

মামলার বাদী হিসেবে বোদা উপজেলা স্বাস্থ্য বিভাগীয় কার্যালয়ের স্যানিটারি ইন্সপেক্টর বিপ্লব কুমার বোদা থানায় একটি মামলা দায়ের করেন।

এজাহারে উল্লেখ করা হয়, ২১ জুলাই বোদার আমতলা কাজীপাড়া এলাকার জামাল হোসেনের স্ত্রী কোহিনূর বেগম পেটের টিউমারজনিত সমস্যায় নিরাময় নার্সিং হোমে ভর্তি হন। সেখানে অভি সরকার নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে তার অপারেশন করেন। কিন্তু অপারেশনের পর বাড়িতে গিয়ে রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। পরিচিতদের সঙ্গে আলোচনা করে পরিবার জানতে পারেন যে, যিনি অপারেশন করেছেন তিনি প্রকৃত ডাক্তার নন।

পরবর্তীতে বিষয়টি প্রশাসনের নজরে এলে নিরাময় নার্সিং হোমে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ক্লিনিক মালিক উজ্জ্বল সরকার স্বীকার করেন, অভি সরকার ডাক্তার না হয়েও দীর্ঘদিন ধরে রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন।

তদন্তে আরও জানা যায়, ২৭ জুলাই আরেক গর্ভবতী নারী একই ক্লিনিকে ভর্তি হন। তার সিজার প্রয়োজন হলেও সময়মতো চিকিৎসা না দিয়ে কালক্ষেপণ করা হয়। পরে তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হলে অপারেশনের বিলম্বে ওই নারী মৃত সন্তান প্রসব করেন।

স্থানীয়রা অভিযোগ করেন, নিরাময় নার্সিং হোমে এর আগেও ভুল চিকিৎসা ও প্রতারণার একাধিক অভিযোগ উঠেছে। তবুও কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা বারবার ঘটছে। স্থানীয়দের দাবি, এ ধরনের প্রতারণামূলক চিকিৎসাসেবা বন্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বোদা থানার ডিউটি অফিসার মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, “ভুল চিকিৎসা ও প্রতারণার অভিযোগে একজনকে আটক করা হয়েছে, পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর