Thursday, May 15, 2025
Homeরাজনীতিনির্বাচনের সুযোগ যখন পাবো তখন করবো: শাজাহান খান

নির্বাচনের সুযোগ যখন পাবো তখন করবো: শাজাহান খান

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

রংপুর নিউজঃ
যখন নির্বাচনের সুযোগ পাবেন তখন নির্বাচন করবেন বলে মন্তব্য করেছেন সাবেক মন্ত্রী শাজাহান খান।

বুধবার (১৪ মে) নতুন করে গ্রেফতার শুনানি শেষে আদালতের এজলাস থেকে নামার সময় তিনি এ কথা বলেন।

এদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ী থানার মামলায় সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমান।

শুনানি শেষে আদালতের এজলাস থেকে নামার সময় শাজাহান খান বলেন, ‘ইউনূস জামায়াতের সঙ্গে আঁতাত প্রেম করে, অবৈধ প্রেম করে টিকে আছে। এই প্রেম বেশিদিন টিকবে না।’

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আগে সাংবাদিকদের স্বাধীনতা অর্জন করতে হবে। তোমরা লিখতেও পারো না, দেখাতেও পারো না।’

এ সময় এক সাংবাদিক শাজাহান খানকে লক্ষ্য করে বলেন, ‘দল তো নিষিদ্ধ (কার্যক্রম) হয়ে গেলো নির্বাচন করবেন কীভাবে?’ জবাবে তিনি বলেন, ‘নির্বাচনের সুযোগ যখন পাবো, তখন ইনশাআল্লাহ করবো। আওয়ামী লীগকে ধ্বংস করা যায় না। আওয়ামী লীগ ফিনিক্স পাখির মতো।’ এরপর ধীরে ধীরে তাকে হাজতখানায় ঢোকানো হয়।

গত ৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর ধানমন্ডি থেকে শাজাহান খানকে গ্রেফতার করা হয়। এরপর দফায় দফায় রিমান্ডে নেওয়া হয় তাকে। এরপর থেকে তিনি কারাগারে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর