Tuesday, July 15, 2025
Homeজাতীয়নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি গ্রেফতার

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি গ্রেফতার

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোজো ডেস্কঃ
নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল শাখার সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আরেফিন সিদ্দিক সুজনকে (৩৪) গ্রেফতার করেছে মাদারীপুর সদর থানা পুলিশ।

রোববার (১৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার মহিষের চর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার সুজন মহিষের চর গ্রামের আব্দুল মান্নান মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন জানান, আরেফিন সিদ্দিক সুজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন অভিযোগে তার নাম উঠে আসছিল। তদন্তের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

তবে কোন মামলাগুলোর ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। বর্তমানে তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর