Sunday, July 13, 2025
Homeনীলফামারীনীলফামারীতে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

নীলফামারীতে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মো. নাঈম শাহ্, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীতে বাড়াই পাড়া ক্রিকেট কাপ টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। শুক্রবার (১১ জুলাই) বিকেলে বাড়াই পাড়া বালাবাড়ি ক্রিকেট মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা শ্রমিক দলের সভাপতি মানিক রতন। বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক বিপ্লব প্রধান, নীলফামারী প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন শাহ বক্তৃতা দেন। এতে সভাপতিত্ব করেন বাড়াই পাড়া ক্রিকেট কাপ টুর্নামেন্টের চেয়ারম্যান শরিফুল ইসলাম শরিফ।
প্রধান অতিথির বক্তব্যে মানিক রতন বলেন,খেলাধুলা একটি সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়। যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। বাড়াই পাড়া ক্রিকেট কাপ টুর্নামেন্টের মতো আয়োজন শুধু বিনোদনই নয়, এটি সামাজিক বন্ধন ও সুস্থ প্রতিযোগিতার অন্যতম মাধ্যম।”
এসময় উপজেলা শ্রমিকদলের সহ-সভাপতি মানিক রায়,বিশিষ্ট ব্যবসায়ী মনজুরুল হক মঞ্জু সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে ৬টি টিম অংশগ্রহণ করে এবং উদ্বোধনী ম্যাচ বাদশা রাইডার্স ও স্নেহ এন্টারপ্রাইজ প্রতিদ্বন্দ্বিতা করে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর