Thursday, May 1, 2025
Homeনীলফামারীনীলফামারীতে জামায়াতের আমীরের আগমন উপলক্ষে মতবিনিময় সভা

নীলফামারীতে জামায়াতের আমীরের আগমন উপলক্ষে মতবিনিময় সভা

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মো. নাঈম শাহ্, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমানের জনসভা উপলক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে প্রেসক্লাবে মতবিনিময় করেন জেলা জামায়াতের নেতাকর্মীরা। এসময় জানানো হয় আগামী ১৯ এপ্রিল বিকেলে জলঢাকার ডাকবাংলো মাঠের এক বিশাল জনসভায় উপস্থিত থাকবেন ডা. শফিকুর রহমান।
সভায় বক্তৃতা দেন জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুস সাত্তার, নায়েবে আমির ড. খায়রুল আনাম, সেক্রেটারি আন্তাজুল ইসলাম, কর্মপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান বাড্ডা, সাবেক সভাপতি তাহমিন হক ববী, সাবেক সাধারণ সম্পাদক হাসান রাব্বী প্রধান, বর্তমান সাধারণ সম্পাদক নূর আলম প্রমুখ।
এসময় জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুস সাত্তার বলেন,“আপনার জানেন ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি সাগর-রুনি হত্যা কা- সংঘটিত হয়। ১১৭ বার পিছিয়েছে এই হত্যা মামলার প্রতিবেদন জমা দেওয়ার তারিখ। অনেক পুলিশ প্রশাসনের হাত বদল হয়েছে। কিন্তু ফ্যাসিস্ট সরকারের কারণে বস্তুনিষ্ঠ একটি নিরপেক্ষ প্রতিবেদন দাখিল করতে পারে নি তারা। এটি সাংবাদিকতার পেশায় একটি অন্তরায় সৃষ্টি করেছে।”
তিনি আরও বলেন,“যারা ঝুঁকি নিয়ে দেশ, সমাজ, রাষ্ট্র গঠন করার জন্য কলম ধরেন। কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার ক্ষেত্রে রাষ্ট্র সাংবাদিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক সাগর-রুনি হত্যা কা- বেডরুমে সংঘটিত হয়েছিল। সেই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন সরকারের এতো দায় পড়ে নি বেডরুমে গিয়ে পাহারা দেওয়া। এই কথার মাধ্যমে শেখ হাসিনা সন্ত্রাসবাদকে উষ্কে দিয়েছিল।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর