Thursday, July 31, 2025
Homeনীলফামারীনীলফামারীতে ডিবির অভিযানে ৩ গ্রাম হেরোইন সহ মাদক কারবারি গ্রেপ্তার

নীলফামারীতে ডিবির অভিযানে ৩ গ্রাম হেরোইন সহ মাদক কারবারি গ্রেপ্তার

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মো. নাঈম শাহ্,
নীলফামারী প্রতিনিধিঃনীলফামারীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে হেরোইনসহ মো. আবুল বাশার (৪৪) নামে এক মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকালে সদর উপজেলার টুপামারী ইউনিয়নের বনবিভাগ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও আরও দুইজন মাদক কারবারি পলাতক রয়েছে।
ডিবি পুলিশ জানায়, আবুল বাশার, পলাতক নাছরিন ও সাদ্দাম পেশাদার মাদক কারবারি। তাদের বিরুদ্ধে নীলফামারী থানায় একাধিক মাদক মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে আবুল বাশারের বিরুদ্ধে ২টি, নাছরিনের বিরুদ্ধে ২টি এবং সাদ্দাম হোসেনের বিরুদ্ধে রয়েছে ৪টি মাদক মামলা।
বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মো. আকতার হোসেন বলেন, “পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে আবুল বাশারকে আটক করা হয়। তার কাছে এক গ্রাম হেরোইন পাওয়া যায়। পলাতক আসামির বসতবাড়িতে অভিযান চালিয়ে আরও দুই গ্রাম হেরোইন, নগদ ৭ হাজার ৫০ টাকা ও দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। পলাতকদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।”

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর