মো. নাঈম শাহ্, নীলফামারী প্রতিনিধিঃ
“শ্রমিক মালিক এক হয়ে, গড়বো দেশ নতুন করে” এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষ্যে সোমবার সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করে বিভিন্ন শ্রমিক সংগঠন। এরপর সকাল সাড়ে ৮ টায় শহরের কেন্দ্রীয় শহিদ মিনার থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ফিরে শহিদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভায় মিলিত হয়।
এতে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে বক্তৃতা দেন অতিরিক্ত পুলিশ সুপার মুহসীন আলী, জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার, পৌর বিএনপির সভাপতি মাহবুবুর রহমান মাহবুব, জেলা আদালতে জিপি আবু মো. সোয়েম, জেলা জামায়াতের নায়েবে আমির ড. খায়রুল আনাম, সেক্রেটারি আন্তাজুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, শ্রমিকদের সম্মান ও অধিকার প্রতিষ্ঠায় মালিকদের পাশাপাশি সরকারেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শ্রমিকদের কল্যাণে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক জ্যোতি বিকাশ চন্দ্র, জেলা শ্রমিকদলের সভাপতি নূর আলম, সাধারণ সম্পাদক জামিয়ার রহমান, জেলা আদালতের এপিপি মামুনুর রসিদ পাটোয়ারী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। একইভাবে জেলার ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ ও সৈয়দপুরে নানা কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়েছে। এছাড়াও বিভিন্ন শ্রমিক সংগঠন দিনটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করছে।