Thursday, May 1, 2025
Homeনীলফামারীনীলফামারীতে মহান মে দিবসে শ্রমিকদলের বর্ণাঢ্য র‍্যালী

নীলফামারীতে মহান মে দিবসে শ্রমিকদলের বর্ণাঢ্য র‍্যালী

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মো. নাঈম শাহ্, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীতে মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশসহ নানা কর্মসূচি পালন করেছে জেলা শ্রমিকদল। বৃহস্পতিবার (১লা মে) দিনটি উপলক্ষ্যে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এরপর একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে।

 

সমাবেশে জেলা শ্রমিকদলের সভাপতি নুর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার ও উদ্বোধক ছিলেন সাধারণ সম্পাদক জহুরুল আলম। শ্রমিকদলের সাধারণ সম্পাদক জামিয়ার রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বিশেষ অতিথি জেলা বিএনপির সহ-সভাপতি সোহেল পারভেজ, মাহবুবুর রহমান মাহবুব, মুক্তার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ সোয়েম, সাংগঠনিক সম্পাদক সেফাউল জাহাঙ্গীর শেপু বক্তৃতা দেন।

 

এসময় তারা বলেন,‘শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে মে দিবসের তাৎপর্য অপরিসীম। শ্রমিকরা দেশের অর্থনীতির চালিকাশক্তি, অথচ তারা আজও নানা বঞ্চনার শিকার। অবিলম্বে ন্যায্য মজুরি নিশ্চিতকরণ, শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ এবং সুষ্ঠু শ্রমনীতি বাস্তবায়নের দাবি জানান তারা।’

 

এসময় জেলা কৃষক দলের আহ্বায়ক মগনি মাসুদুল আলম দুলাল, সদস্য সচিব ওয়ালিউর রহমান হেলাল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শিহাবুজ্জামান শিহাব, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি মানিক রতন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর