Thursday, July 31, 2025
Homeনীলফামারীনীলফামারীতে মিনি পেট্রোল পাম্প বিস্ফোরিত, দগ্ধ ১

নীলফামারীতে মিনি পেট্রোল পাম্প বিস্ফোরিত, দগ্ধ ১

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মো. নাঈম শাহ্,
নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে মিনি পেট্রোল পাম্প বিস্ফোরিত হয়ে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকালে বাবুরহাট বাজার টিএন্ডটি রোড সংলগ্ন ‘মেসার্স বক্কর এন্ড সন্স’ নামের একটি মিনি পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটে। এতে অগ্নিদগ্ধ শ্রাবন (১৮) নামে যুবক ডোমার থানার মৌজাপাঙ্গা এলাকার সুধান্নার ছেলে। তাঁকে প্রথমে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে প্রাথমিক চিকিৎসা শেষে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৈদ্যুতিক মোটরের মাধ্যমে ড্রাম থেকে মাস্টার ড্রামে তেল উত্তোলনের সময় মোটরটি বিস্ফোরিত হলে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো স্থাপনায়। আগুনের খবর পেয়ে ডিমলা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনে পুড়ে যায় ৮টি চার্জার অটো, ৬টি মোটরসাইকেল, ১০০টি ১২ ভোল্টের ব্যাটারি, ১ হাজার লিটার সয়াবিন তেল, ৫০ বস্তা আটা, ৫০ বস্তা চিনি, ১০০ বস্তা সাবান, ৩০ বস্তা ডিটারজেন্ট, ২ হাজার লিটার ডিজেল ও পেট্রোল।
বিষয়টি নিশ্চিত করে ডিমলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা নুর মোহাম্মদ বলেন, “খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে আমরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি। এই অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি সাধন হয়।”

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর