Thursday, July 31, 2025
Homeনীলফামারীনীলফামারীতে সশস্ত্র বাহিনীর উদ্যোগে স্বাস্থ্য সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত

নীলফামারীতে সশস্ত্র বাহিনীর উদ্যোগে স্বাস্থ্য সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মো. নাঈম শাহ্‌, নীলফামারী প্রতিনিধিঃ
জুলাই গণঅভ্যুত্থানের বছরপূর্তিতে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ ঘিরে নীলফামারীর কিশোরগঞ্জে জেলা সশস্ত্র বাহিনী বোর্ড রংপুরের উদ্যোগে প্রাথমিক স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮জুলাই) দিনব্যাপী কিশোরগঞ্জের উত্তর কালিকাপুর শালডাংগা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা সশস্ত্র বাহিনী বোর্ড রংপুরের সচিব মেজর এটিএম নাজমুল হুদা।

সশস্ত্র বাহিনী বোর্ডের মেডিক্যাল অফিসার ডা. ফারহানুল হাসান ও ডা. ইমামুল হাসান, নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম, উত্তর কালিকাপুর শালডাংগা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাখখারুল ইসলাম বক্তব্য দেন উদ্বোধনী অনুষ্ঠানে।

ক্যাম্পেইনে ডায়াবেটিস, প্রেসার, ওজন এবং রক্তের গ্রুপ নির্ণয় ছাড়াও বিভিন্ন রোগের প্রাথমিক চিকিৎসা পরামর্শ দেয়া হয়। জেলা সশস্ত্র বাহিনী বোর্ড রংপুরের সচিব মেজর এটিএম নাজমুল হুদা জানান, ক্যাম্পেইনে তিন’শ জনকে সেবা দেয়া হয়েছে।

এছাড়াও সঠিক ভাবে হাতধোয়া, পানিতে ডুবে মৃত্যু, আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা মুলক পরামর্শ প্রদান করা হয় ক্যাম্পেইনের আলোচনা সভায়। উত্তর শালডাংগা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও উত্তর শালডাংগা মুসলিম শাহী দাখিল মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় মানুষরা ক্যাম্পেইনে অংশ নেন।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর