Wednesday, May 7, 2025
Homeনীলফামারীনীলফামারীতে সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রশিক্ষণ শুরু

নীলফামারীতে সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রশিক্ষণ শুরু

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মো. নাঈম শাহ্ ,নীলফামারী প্রতিনিধি.
ধর্মীয় ও আর্থ সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্পের আওতায় ‘সেবাইতদের’ নিয়ে নীলফামারীতে নয়দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসুচি শুরু হয়েছে।
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট দিনাজপুর আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে জেলা শহরের শ্রী শ্রী শিবমন্দির প্রাঙ্গণে রবিবার (৯ ফেব্রুয়ারী) দুপুরে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
প্রকল্প পরিচালক প্রনতি রানী দাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, শ্রী শ্রী শিব মন্দির পরিচালনা কমিটির সভাপতি তিমির কুমার বর্মণ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের জেলা আহবায়ক প্রবীর গুহ রিন্টু এতে বক্তব্য দেন।

ধর্মীয় ও আর্থ সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্পের(২য় পর্যায়) জুনিয়র কনসালটেন্ট সিধেন চন্দ্র সিংহ জানান, সামাজিক মুল্যবোধ, কৃষি ও বনায়ন এবং গৃহপালিত পশুপালন ও মৎস্যচাষ বিষয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে অংশগ্রহণকারীদের। এতে ২৫জন অংশ নিচ্ছেন।
Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর