মো. নাঈম শাহ্, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে ১০টি পরিবারের ২০টি ঘরের সর্বস্ব আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কাশীরামপুর বেলপুকুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ব্রম্মতর এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ‘হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়। ঘর গুলো পাশাপাশি অবস্থিত হওয়ায় আগুন দ্রুত চারিদিকে পড়ে। নিমিষেই ২০টি ঘর আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এতে কোন প্রাণ হানির ঘটনা না ঘটলেও প্রাৎ ১৫ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’
বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার হামিদুর রহমান জানান,’খবর পাওয়া মাত্রই ঘটনা স্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ধারণা করা হচ্ছে রান্না করার সময় গ্যাসের চুলা থেকে আগুনে সূত্রপাত ঘটেছে। ক্ষতির পরিমাণ নিরুপনে কাজ চলছে।’
নীলফামারীর সৈয়দপুরে আগুনে ২০টি ঘর পুড়ে ছাই
Facebook Comments Box