Home নীলফামারী নীলফামারী জেলা কারাগারে ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহব্যাপী মশানিধন শুরু

নীলফামারী জেলা কারাগারে ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহব্যাপী মশানিধন শুরু

নীলফামারী জেলা কারাগারে ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহব্যাপী মশানিধন শুরু

নীলফামারী প্রতিনিধি.
নীলফামারী জেলা কারাগারে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সপ্তাহব্যাপী মশানিধন ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। বুধবার (২ জুলাই) বেলা ১২টার দিকে অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেল সুপার মো. রফিকুল ইসলাম।
কারা সূত্র জানায়, দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজন পর্যায়ে পৌঁচেছে। এ পেক্ষাপটে কারাগারে আটক বন্দীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিৎ করতে কারাগার ও আশপাশ এলাকা পরিস্কার পরিচ্ছন্নতা, জৈব রাসায়নিক স্প্রে, ড্রেন ও স্থায়ী জলাবদ্ধ স্থানে লার্ভানাশক প্রয়োগ করার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে সপ্তাহব্যাপী।
জেল সুপার মো. রফিকুল ইসলাম বলেন,‘কারাগার একটি ঘনবসতিপূর্ণ পরিবেশ। তাই এখানকার প্রত্যেক বন্দী ও কর্মকর্তা কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষায় আমরা সর্বোচ্চ সতর্কতা অভলম্বন করছি। শুধু অভিযান নয়, সতর্কতাও জরুরী। আমরা এক সপ্তাহজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশপাশি বন্দীদের মাঝে সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দেব’।
তিনি জানান, এ অভিযানে কারা কর্মকর্তা কর্মচারীদের পাশপাশি পৌরসভা, স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় স্কাউট, কাব দলের সদস্যসহ স্বেচ্ছাসেবী সংগঠন সহায়তা প্রদান করছে। সপ্তাবব্যাপী কার্যক্রমে কারাগারের প্রতিটি সেল, বারান্দা, রান্নাঘর, শৌচাগার, ড্রেন ও জলাবদ্ধ স্থান সমূহে বিশেষ অভিযান পরিচালিত হবে। এছাড়া কারাগারের আশপাশ এলাকায় এ অভিযান চলবে।

Facebook Comments Box

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here