মোজো ডেস্কঃ
নোয়াখালীর সোনাইমুড়ীতে দলিল স্ক্যান করে জালিয়াতির মাধ্যমে নামজারি করার অভিযোগে শোয়েব সারওয়ার (৩৫) নামে এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
গতকাল (বৃহস্পতিবার) বিকেলে সোনাইমুড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বীন আল জান্নাত এই দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত শোয়েব সারওয়ার সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের পালপাড়া গ্রামের বাসিন্দা। তিনি গোলাম সারওয়ারের ছেলে।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, সহকারী কমিশনারের কার্যালয়ে পালপাড়া মৌজার একটি বিবদমান নামজারি শুনানিকালে জমির মূল দলিল এবং নামজারি খতিয়ানে অসংগতি ধরা পড়ে। ২০২৩ সালে অনলাইনে সৃজিত নামজারি খতিয়ানের সঙ্গে দাখিলকৃত দলিলের স্ক্যান কপির মিল না থাকায় সন্দেহ দেখা দেয়। জিজ্ঞাসাবাদে শোয়েব সারওয়ার দলিল স্ক্যান করে টেম্পারিংয়ের মাধ্যমে কাগজপত্র পরিবর্তনের কথা স্বীকার করেন। স্বীকারোক্তির ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং পরে তাকে নোয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়।
সোনাইমুড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বীন আল জান্নাত গণমাধ্যমকে বলেন, অভিযুক্ত ব্যক্তি অপরাধ স্বীকার করায় তাকে দণ্ড দেওয়া হয়েছে। এর আগে আরও দুটি নামজারি আবেদনে একই ধরনের জালিয়াতির ঘটনা ধরা পড়েছে। জমি-সংক্রান্ত জালিয়াতি রোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম গণমাধ্যমকে বলেন, দণ্ডপ্রাপ্ত আসামিকে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়ার পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বর্তমানে তিনি নোয়াখালী জেলা কারাগারে রয়েছেন।