Wednesday, May 7, 2025
Homeপঞ্চগড়পঞ্চগড়ে অধ্যক্ষের পদায়ন প্রত্যাহারের দাবিতে কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

পঞ্চগড়ে অধ্যক্ষের পদায়ন প্রত্যাহারের দাবিতে কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

ইকবাল বাহার, পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ে ফ্যাসিস্ট হাসিনার দোসর দেলওয়ার হোসেন প্রধান এর পঞ্চগড় সরকারি মহিলা কলেজে অধ্যক্ষ হিসেবে পদায়ন প্রত্যাহারের দাবিতে সাধারণ শিক্ষার্থী ও পঞ্চগড় সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন।

মঙ্গলবার (৬ মে) সকাল সারে ৯টা থেকে সারে ১০টা পর্যন্ত প্রায় ঘণ্টা ব্যাপী পঞ্চগড় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন করেন পঞ্চগড় সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী ও সাধারণ শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, দেলওয়ার হোসেন প্রধানকে স্বৈরশাসক হাসিনার পতনের পর মকবুলার রহমান সরকারি কলেজে থেকে অপসারণ করে অন্ত্রে বদলি করেন কিন্তু বিভিন্ন প্রভাব খাটিয়ে তিনি পঞ্চগড় সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হন কিন্তু আমার দেলওয়ার হোসেন প্রধানকে আমাদের কলেজের অধ্যক্ষ হিসেবে গ্রহণ করবো না।

তারা আরো বলেন, আমরা আন্দোলন করে গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতন করিয়েছে। আমরা কেন স্বৈরাচারের দোসর কে আমাদের কলেজের অধ্যক্ষ হিসেবে মেনে নিবো। আমরা কোনো স্বৈরাচারের দোসর কে পঞ্চগড় সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে মেনে নিবো না। অনতিবিলম্বী দেলওয়ার হোসেন প্রধান এর পদায়ন প্রত্যাহার করে একজন স্বচ্ছ ভালো দক্ষ অধ্যক্ষ নিযোক্তের জোর দাবি জানাচ্ছি। আমরা সেই স্যারকে সাদরে গ্রহণ করব।

এ বিষয়ে দেলোয়ার হোসেন প্রধান বলেন, রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছি। আমার পরিবারের সবাই বিএনপির রাজনীতির সাথে জড়িত। সাবেক রাষ্ট্রপতি ও স্পিকারের সমর্থক। তিনি নিজেও আমার জন্য সুপারিশ করেছেন। সরকার আমাকে যেখানে দায়িত্ব দিবেন আমি সেখানেই কাজ করবো। বিষয়টি পঞ্চগড় জেলার সুধী মহলে ব্যাপক চাঞ্চল্যের জন্ম দিয়েছে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর