Sunday, July 20, 2025
Homeপঞ্চগড়পঞ্চগড়ে আশ্রয়ন প্রকল্পের পুকুর দখলমুক্ত করতে মানববন্ধন

পঞ্চগড়ে আশ্রয়ন প্রকল্পের পুকুর দখলমুক্ত করতে মানববন্ধন

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

আল মাহমুদ দোলন, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়ের কালোপীর ভাঙ্গার পাড় আদর্শ গ্রামে আশ্রয়ন প্রকল্পের খাস পুকুর দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার (১৮ জুলাই) বিকেলে পুকুরপাড়ে অনুষ্ঠিত মানববন্ধনে অন্তত অর্ধ শতাধিক আশ্রয়নের বাসিন্দা অংশ নেন।

বক্তারা জানান, ২০১৭ সালে গড়ে ওঠা আশ্রয়ন প্রকল্পের ২৭ শতক আয়তনের খাস পুকুরটি তারা স্বাবলম্বী হওয়ার জন্য ব্যবহার করতেন। কিন্তু ২০২০ সালে স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ সমর্থক দুলাল ও তার সহযোগীরা পুকুরটি দখলে নেন। চলতি বছরের আগস্টে পুনরায় পুকুরে প্রবেশের পর থেকেই তারা হুমকির মুখে রয়েছেন।

এলাকাবাসীর অভিযোগ, ইউপি চেয়ারম্যানের আপোষ মেনে দুলাল বাঁশ কেটে নেওয়ার পরও তিনি ডিসি অফিসে অভিযোগ করে উল্টো তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নিচ্ছেন। ইউএনও সম্প্রতি একতরফাভাবে দুলালের পক্ষে রায় দিয়েছেন বলে দাবি করেন তারা।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান ফরিদুল ইসলাম জানান, দুলালের দাবি ভিত্তিহীন। পুকুরটি আশ্রয়ন প্রকল্পের খাস সম্পত্তি বলেই তার রায় ছিল গ্রামবাসীর পক্ষে।

অন্যদিকে দুলাল হোসেন দাবি করেন, তাদের জমির বিনিময়ে মৌখিক চুক্তিতে পুকুরে মাছ চাষের অনুমতি দেওয়া হয়েছিল। ইউএনও’র শুনানিতে সেই চুক্তির ভিত্তিতেই রায় হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, দুলালের জমি নিয়ে আশ্রয়ন প্রকল্পের ঘর তৈরি হয়েছিল। পুকুরের মালিকানা তাকে দেওয়ার সিদ্ধান্ত ছিল পূর্ব থেকেই। এখন জমি লিখে দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

 

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর