Home পঞ্চগড় পঞ্চগড়ে গ্রামবাসীর হাতে ধরা পড়লো বিরল প্রজাতির নীলগাই

পঞ্চগড়ে গ্রামবাসীর হাতে ধরা পড়লো বিরল প্রজাতির নীলগাই

পঞ্চগড়ে গ্রামবাসীর হাতে ধরা পড়লো বিরল প্রজাতির নীলগাই

গৌরব কুমার দাস, পঞ্চগড় (বোদা) প্রতিনিধি:
রোববার (১১মে) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার ফকিরের হাট সরকার পাড়া গ্রামে ভূট্টা ক্ষেতে লুকিয়ে থাকার সময় গ্রামবাসীর হাতে আটক হয়েছে বিরল প্রজাতির একটি নীলগাই।

সরকারপাড়া গ্রামে একটি ভূট্টা ক্ষেতের পাশে রোদে মরিচ শুকানোর সময় নীলগাইটিকে দেখতে পায় স্থানীয় কিছু নারী। নীলগাইটি দৌড়ে পালাতে গিয়ে ভূট্টা ক্ষেতে ঢুকে পড়লে প্রাণীটিকে আটক করে স্থানীয় গ্রামবাসী।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে হরিণ মনে করলেও বিরল প্রজাতির এ প্রাণীটি দেখে তারা ভয় পেয়ে যান। পরে সেটিকে আটক করার পর প্রাথমিক চিকিৎসা ও পরিচর্যার চেষ্টা করেন তারা। গ্রামবাসীরা জানান, আটকের সময় প্রাণীটির সারা শরীরে তারা বেশ কিছু ক্ষতচিহ্ন ছিল। শরীরের তাপমাত্রা অনেক বেশি ছিল।

পরে খবর পেয়ে বন বিভাগের লোকজন গিয়ে প্রাণীটিকে উদ্ধার করে নিয়ে যান এবং প্রাণীসম্পদ বিভাগের সহায়তায় তার চিকিৎসা ও পরিচর্যার ব্যবস্থা করেন। প্রাণীসম্পদ বিভাগের পক্ষ থেকে রেজাউল করিম, প্রাণীসম্পদ বিভাগ, পঞ্চগড় সদর, জানান প্রাণীটির শরীরের কিছু কিছু ক্ষত বেশ গভীর, শরীরের তাপমাত্রা ১০৬ ডিগ্রিরও বেশি। আপাতত তার চিকিৎসা, পরিচর্যা ও পর্যবেক্ষণ চলছে। দু-তিন দিনের মধ্যে প্রাণীটি সুস্থ হয়ে যাবে বলেও আশা করছেন তারা।

অন্যদিকে বনবিভাগের পক্ষ থেকে জয়নুল আবেদীন, বন বিভাগ, পঞ্চগড় জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, সীমানা অতিক্রমের সময় তারকাটায় শরীরের বিভিন্ন স্থানে ক্ষত নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঘুরে ফিরছিলো নীলগাইটি। চিকিৎসা শেষে সুস্থ হয়ে গেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে তারা জানায়।

Facebook Comments Box

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here