Home পঞ্চগড় পঞ্চগড়ে ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ হাজার টাকা জরিমানা

পঞ্চগড়ে ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ হাজার টাকা জরিমানা

পঞ্চগড়ে ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ হাজার টাকা জরিমানা

ইকবাল বাহার, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড় শহরের এম আর কলেজ রোডে অবস্থিত নিউ ডক্টর প্যাথলজি অ্যান্ড কনসালটেশন সেন্টারে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১১ জুলাই) দুপুরে পরিচালিত এই অভিযানে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজি। এ সময় সেনাবাহিনীর সদস্য, আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জান্নাতুল ফেরদৌস নিতু এবং উপজেলা ভূমি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সেনাবাহিনীর সদস্যরা অভিযানের শুরুতেই ডায়াগনস্টিক সেন্টারের ইসিজি ও এক্সরে মেশিনসহ অন্যান্য যন্ত্রপাতি পরীক্ষা করেন। তদন্তে এসব মেশিনে ত্রুটি এবং মেশিনগুলোর প্রকৃত মডেলের সঙ্গে ব্যবহৃত যন্ত্রের অমিল ধরা পড়ে। এছাড়াও, প্রতিষ্ঠানটিতে অপ্রশিক্ষিত ও অননুমোদিত টেকনিশিয়ানদের দিয়ে রিপোর্ট প্রস্তুত করার প্রমাণ পাওয়া যায়।

এই অনিয়ম প্রশাসনের নজরে এলে ‘বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণ আইন, ২০১৬’-এর আওতায় জরিমানা আরোপ করা হয় এবং ত্রুটিপূর্ণ যন্ত্রপাতি অবিলম্বে পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহন মিনজি বলেন, “জেলা প্রশাসক সাবেত আলীর নির্দেশে জেলার প্রতিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে অভিযান অব্যাহত রয়েছে। সেনাবাহিনীর সহায়তায় পরিচালিত আজকের অভিযানে অনিয়মের প্রমাণ পেয়ে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে।”

তিনি আরও জানান, জনস্বার্থে জেলা প্রশাসনের এ ধরনের তদারকি কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।

 

Facebook Comments Box

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here