Tuesday, July 1, 2025
Homeআইন-আদালতঅপরাধ ও দুর্নীতিপঞ্চগড়ে নিয়মবহির্ভূত ২৪৬ বস্তা চা জব্দ

পঞ্চগড়ে নিয়মবহির্ভূত ২৪৬ বস্তা চা জব্দ

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলায় অবৈধভাবে পরিবহনকালে নিয়মবহির্ভূত ২৪৬ বস্তা চা (মোট ১২,৩০০ কেজি) জব্দ করেছে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী, বাংলাদেশ চা বোর্ড ও বাংলাদেশ সেনাবাহিনী । সোমবার বিকেলে জেলা গোয়েন্দা শাখার মাধ্যমে পঞ্চগড় ট্রাক টার্মিনালে অভিযান চালিয়ে কর্ণঝড়া এগ্রো লিমিটেড নামক চা ফ্যাক্টরির নিয়মবহির্ভূত বহনের দায়ে যশোর মেট্টো-ট-১১-৫৯১৬ নাম্বারের একটি গাড়ি জব্দ করা হয়।

ধারণা করা হচ্ছে, বাংলাদেশ চা আইন লঙ্ঘন করে এবং সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে উক্ত চা ফ্যাক্টরি ‘টি সফট’ নামক চা বোর্ডের নির্ধারিত সফটওয়্যারে তথ্য এন্ট্রি না করেই অবৈধভাবে চা পাচারের পরিকল্পনা করছিল। বিষয়টি জানতে পেরে জেলা গোয়েন্দা সংস্থার সহায়তায় গাড়িটি জব্দ করে বাংলাদেশ সেনাবাহিনী, আইনশৃঙ্খালা বাহিনী, পরে সবার সমন্ময়ে গাড়িটি বাংলাদেশ চা বোর্ডের হাতে তুলে দেয়।

জব্দকৃত চায়ের কাভার্ড ভ্যানের কাগজ পত্র যাচাই করা হচ্ছে।

এ বিষয়ে বাংলাদেশ চা বোর্ডের আঞ্চলিক উন্নয়ন কর্মকর্তা আরিফ খান বলেন, “জব্দকৃত চায়ের গাড়িতে কিউআর কোডসহ কোনো ই-ইনভয়েস পাওয়া যায়নি। আমাদের নির্দেশনা অমান্য করে চা ফ্যাক্টরিটি চা সরবরাহ করেছে। বর্তমানে চা ও গাড়িটি থানা হেফাজতে রয়েছে। চা বোর্ডের চেয়ারম্যান স্যারের নির্দেশে পরবর্তীতে কারখানার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পরবর্তী সময়ে কর্ণঝড়া এগ্রো লিমিটেড এর প্রকল্প পরিচালক শাহ মোঃ রুশদী বলেন, আমাদের পিছনের গেট থেকে সামনের গেট এ গাড়িটি আসতেছিল। আমরা গাড়িটি রাস্তায় দেইনি।

উল্লেখযোগ্য যে, পঞ্চগড় থেকে বিভিন্ন অসাধু চা ফ্যাক্টরি নিয়মবহির্ভূতভাবে কাভার্ডভ্যানে চা পাচার করে থাকে। প্রতিটি গাড়িতে গড়ে সরকারের প্রায় ৩ লক্ষ ৬০ হাজার টাকার রাজস্ব ফাঁকি দেওয়া হয়।

অভিযানের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ চা বোর্ডের উন্নয়ন কর্মকর্তা আরিফ খান ও আমির হোসেন, জেলা পুলিশের একটি টিম, পঞ্চগড় সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী পিয়াস জয়, জেলা গোয়েন্দা সংস্থা, পঞ্চগড় কাস্টমস, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর