Friday, May 2, 2025
Homeপঞ্চগড়পঞ্চগড়ে প্রশংসা কুড়িয়ে হাইকোর্টে বদলি সিনিয়র সহকারী জজ আবু সাঈদ

পঞ্চগড়ে প্রশংসা কুড়িয়ে হাইকোর্টে বদলি সিনিয়র সহকারী জজ আবু সাঈদ

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

পঞ্চগড়ে ভূমি বিরোধসহ বিভিন্ন মামলা নিষ্পত্তি করে স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) আবু সাঈদ। বিনামূল্যে আইনি পরামর্শ দিয়েছেন সহস্রাধিক মানুষকে। নাগরিক সেবায় বিশেষ অবদান রাখা এই বিচারককে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচার শাখা-১ এ সহকারী রেজিস্ট্রার (সিনিয়র সহকারী জজ) পদে বদলি করা হয়েছে।

গত রোববার (২৫ আগস্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধান বিচারপতির সদয় অভিপ্রায় অনুযায়ী বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের পঞ্চগড় জেলা লিগ্যাল এইড অফিসারকে (সিনিয়র সহকারী জজ) বর্তমান কর্মস্থল থেকে বদলি করা হয়েছে। তা পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তার নামের পার্শ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে প্রেষণে নিয়োগের নিমিত্ত তার চাকরি প্রধান বিচারপতির অধীনস্ত করা হলো। তাই এ বিচারককে বাংলাদেশ সুপ্রিম কোর্ট কর্তৃক নির্ধারিত তারিখে বর্তমান পদের কার্যভার বুঝিয়ে দিয়ে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ প্রদান করা হলো।

জানা গেছে, ২০২৩ সালের ডিসেম্বরে পঞ্চগড় জেলা লিগ্যাল এইড অফিসে সিনিয়র সহকারী জজ হিসেবে যুক্ত হন আবু সাঈদ। তার আগে তিনি নাটোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ২০২৩ সালের ৭ ডিসেম্বর সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব প্রশাসন-১ মোহাম্মদ ওসমান হায়দার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ১৭ জন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে বদলি করা হয়। তার মধ্যে পঞ্চগড়ের জেলা লিগ্যাল এইড অফিসার করে আবু সাঈদকে বদলি করা হয়। তিনি পঞ্চগড়ে লিগ্যাল এইড কার্যালয়ে সিনিয়র সহকারী জজ হিসেবে যোগদানের পর থেকেই বিনামূল্যে সরকারি নির্ধারিত আইন সহায়তা সুবিধা পৌঁছে দিতে ছুটে গেছেন পঞ্চগড়ের প্রত্যন্ত গ্রাম-অঞ্চলে। সেসব এলাকায় সশরীরে গিয়ে নিষ্পত্তি করেছেন অনেক মামলা।

জমিজমার বিরোধ, নারী নির্যাতনসহ বিচ্ছেদে দায়ের করা মামলায় যেখানে দীর্ঘ শুনানিতে অপেক্ষা করতে হতো, সেখানে মামলার জট নিরসনে ভিন্ন উদ্যোগ নিয়েছিলেন এই লিগ্যাল এইডের বিচারক। দায়ের করা মামলার প্রেক্ষিতে জটিল বিরোধ সহজেই করেছেন নিষ্পত্তি। তার বিনামূল্যে আইনি পরামর্শ পেয়ে উপকৃত হয়েছেন সহস্রাধিক মানুষ। এছাড়াও আইন সহায়তা পেয়েছেন অর্ধ-শতাধিক মানুষ। তার মধ্যস্থতায় তিন শতাধিক মামলা নিষ্পত্তি হয়েছে। এমন সব নাগরিক সেবা প্রদান করায় জেলার মানুষদের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছেন বিচারক আবু সাঈদ।

পঞ্চগড় জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ মো. আবু সাঈদ বলেন, প্রধান বিচারপতির অভিপ্রায় অনুযায়ী সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সহকারী রেজিস্ট্রার (সিনিয়র সহকারী জজ) হিসেবে আমার বদলির আদেশ হয়েছে। পঞ্চগড়ে যোগদানের পর একদম তৃণমূল পর্যায়ে গিয়ে ভূমি বিরোধসহ বিভিন্ন বিরোধ নিষ্পত্তির চেষ্টা করেছি। এখন আরও বড় পরিসরে কাজ করার সুযোগ পেয়েছি। সেখানেও সর্বোচ্চ নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করব ইনশাআল্লাহ। আগামী ১ সেপ্টেম্বর নতুন কর্মস্থলে যোগদান করবেন বলে জানান তিনি।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর