Thursday, July 31, 2025
Homeপঞ্চগড়পঞ্চগড়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার বর্ণাঢ্য উদ্বোধন

পঞ্চগড়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার বর্ণাঢ্য উদ্বোধন

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

ইকবাল বাহার, পঞ্চগড় প্রতিনিধিঃ
“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি”—এই স্লোগানকে ধারণ করে পঞ্চগড়ে শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৫। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে বেলুন উড়িয়ে রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বন বিভাগ, পুলিশ প্রশাসন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী এবং সচেতন নাগরিকবৃন্দ।

উদ্বোধনের পর সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, পরিবেশবাদী সংগঠনের সদস্য ও সরকারি কর্মচারীরা।
শোভাযাত্রা শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এসব স্টলে বিভিন্ন প্রজাতির বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে।

বিকেলে সরকারি অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সাবেত আলী। প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দেশজুড়ে ব্যাপকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনার কোনো বিকল্প নেই। আমাদেরকে শুধু গাছ লাগালেই হবে না, ইউক্যালিপটাস ও আকাশমণি গাছের মতো পরিবেশের জন্য ক্ষতিকর প্রজাতির বিষয়ে সচেতন হতে হবে এবং এগুলোর নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিতে হবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, দিনাজপুর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, সহকারী বন সংরক্ষক নুরুন্নাহার, প্রমুখ।

বক্তারা সকলেই জলবায়ু সংকট, বন সংরক্ষণ, পরিবেশ রক্ষা এবং নতুন প্রজন্মকে সবুজে সম্পৃক্ত করার আহ্বান জানান।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর