ইকবাল বাহার, পঞ্চগড় প্রতিনিধিঃ
শব্দ দূষণ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে ২৯ জুলাই (মঙ্গলবার) পঞ্চগড় সদর উপজেলার পঞ্চগড়-তেঁতুলিয়া রোডস্থ সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প” এর আওতায় জেলা প্রশাসন, পঞ্চগড় এবং পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় এর যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে হাইড্রোলিক হর্ণ ব্যবহার ও শব্দদূষণ সৃষ্টির দায়ে ৮টি ট্রাক ও ১টি বাস চালককে মোট ৪,৫০০/- (চার হাজার পাঁচশত) টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়। একই সঙ্গে নির্ধারিত মানমাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী ১৪টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ—জনাব মো. মিজানুর রহমান, জনাব মো. নাহিদ হাসান, জনাব মো. তাহমিদুর রহমান, জনাব মোহাম্মদ আসিফ আলী ও জনাব সুবীর সাহা। পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো. ইউসুফ আলী প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। অভিযানে পঞ্চগড় জেলা পুলিশের সদস্যগণ সার্বিক সহযোগিতা প্রদান করেন।
এ সময় বিভিন্ন যানবাহনে শব্দ দূষণ প্রতিরোধে সচেতনতামূলক স্টিকার সংযুক্ত করা হয়।
পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় এর পক্ষ থেকে জানানো হয়েছে, শব্দ দূষণ রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।