ইকবাল বাহার, পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড় সদর উপজেলায় দেশের শ্রেষ্ঠ চা চাষী স্বর্ণপদকপ্রাপ্ত এবিএম আখতারুজ্জামান শাহজাহানকে হত্যার হুমকি ও জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগী পরিবার। রোববার দুপুরে স্মল টি গার্ডেন অনার্স এন্ড টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের হলরুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ভূক্তভোগী পরিবারের ব্যানারে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আখতারুজ্জামান শাহজাহান। তিনি অভিযোগ করেন, সদর উপজেলার হালুয়াপাড়া এলাকায় তাদের পৈতৃক সম্পত্তি দখল করে রেখেছে জাহাঙ্গীর নামে এক ব্যক্তি। চা কারখানা স্থাপনে উদ্যোগ নিলে জাহাঙ্গীর তাদের কাছে ২৫ লাখ টাকা চাঁদা দাবি করে। এমনকি জমি দখল করে সেখানে বাঙ্কার খুঁড়ে অস্ত্রসহ সন্ত্রাসী বাহিনী নিয়ে অবস্থান নেয় সে।
আখতারুজ্জামান বলেন, “আমি চলতি মৌসুমে দেশ সেরা চা চাষী হিসেবে স্বর্ণ পদক পেয়েছি। কিন্তু বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি প্রশাসনের কাছে বিচার চেয়েছি, দোষীদের শাস্তি দাবি করছি।”
তিনি আরও অভিযোগ করেন, “জাহাঙ্গীর এক সময় ঢাকায় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল, পরে অবস্থান বদলেছে। এখন সে এবং তার পরিবারের সদস্যরা মিথ্যা ও বানোয়াট অভিযোগ তুলে আমাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।”
অন্যদিকে সব অভিযোগ অস্বীকার করে জাহাঙ্গীর আলম দাবি করেন, “আসলে আমরা তাদের কাছে জমি পাবো। তারা জমি না দিতেই এসব নাটক করছে। আমাদের ওপর হামলা চালাতে সন্ত্রাসী এনেছে তারাই। আমরা কোন বিচার পাচ্ছি না।”
সংবাদ সম্মেলনে আখতারুজ্জামান প্রশাসনের প্রতি দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান, যাতে করে তিনি ও তার পরিবার নিরাপদে বসবাস ও চা চাষ কার্যক্রম চালিয়ে যেতে পারেন।