Saturday, May 3, 2025
Homeপঞ্চগড়পঞ্চগড়ে হাসপাতালের অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

পঞ্চগড়ে হাসপাতালের অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক সংকটসহ নানা অনিয়মের অভিযোগ তুলে মানববন্ধন করেছে স্থানীয়রা।

‘অনিয়ম যখন নিয়ম হয়ে যায়, প্রতিবাদ করা তখন দায়িত্ব হয়ে যায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (২৮ আগস্ট) দুপুরে পঞ্চগড়বাসীর ব্যানারে পঞ্চগড় সিভিল সার্জন অফিসের সামনে দাড়িয়ে তারা এই কর্মসূচী পালন করে।

এ সময় বক্তারা হাসপাতালের নানা অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। একই সাথে হাসপাতালের আড়াইশ শয্যা নতুন ভবনের কার্যক্রম দ্রুত চালুর দাবি জানান। পরে পঞ্চগড় সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান মানববন্ধনে গিয়ে সমস্যা সমাধানের আশ্বাস দেন।

বক্তারা বলেন, আমাদের পঞ্চগড়বাসীর একমাত্র ভরসার স্থান এই সদর হাসপাতালটি। কিন্তু এখানে বুকের ব্যাথা বা যে কোন সমস্যা নিয়ে রোগীরা গেলে দায়িত্বে থাকা চিকিৎসকেরা ঠিক মত সেবা না দিয়ে রেফার্ট করে দিচ্ছেন। এতে করে আমাদের মৃত্যু ঝুঁকি বেড়ে যাচ্ছে। আমরা বাঁচার আশায় হাসপাতালে ছুটে যাই, কিন্তু সেখানে প্রথমে স্টাফদের অসদ আচরণের শিকার হচ্ছি। এদিকে চিকিৎসক ঠিক মত পাচ্ছি না। আমাদের দাবী অন্তবর্তীকালিন সরকারের হাসপাতালটির উপর সুদৃষ্টি দিয়ে সকল সমস্যা সমাধান করবেন। আমরা এই দাবিতে আজ সড়কে নেমে মানববন্ধন করছি।

মানববন্ধনে এসময় উপস্থিত ছিলেন, গণ অধিকার পরিষদ পঞ্চগড় জেলা শাখার আহব্বায়ক মাহফুজার রহমান, যুগ্ন আহব্বায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ন সদস্য সচিব মিঠু ইসলাম, তৌকির আহম্মেদ, তানজিদ আহম্মেদ, মজিবুল ইসলাম প্রমূখ।

পঞ্চগড় সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান বলেন, আমরা চেষ্টা করছি হাসপাতালটির সকল সমম্যা সমাধান করার। অন্তবর্তীকালিন সরকার দেশের সকল সমস্যা সমাধানে সকলের কাছে সময় ও সহায়তা চেয়েছেন। আমরাও সময় চাচ্ছি। আশা করি দ্রুত চিকিৎসক সংকট সমাধান সহ নতুন ভবনটি চালু করা হবে।

-রেজা/পঞ্চগড়।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর