Home পঞ্চগড় পঞ্চগড় সীমান্তে নারী-শিশুসহ ২৪ জনকে পুশইন করল বিএসএফ

পঞ্চগড় সীমান্তে নারী-শিশুসহ ২৪ জনকে পুশইন করল বিএসএফ

পঞ্চগড় সীমান্তে নারী-শিশুসহ ২৪ জনকে পুশইন করল বিএসএফ

ইকবাল বাহার, পঞ্চগড় প্রতিনিধিঃ
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পঞ্চগড় জেলার পৃথক দুটি সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ২৪ জন বাংলাদেশিকে পুশইন করেছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

ঘটনাটি ঘটে বুধবার (১৬ জুলাই) গভীর রাতে। বিএসএফ পুশইনের পর বিজিবি টহল দল পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের শিংরোড সীমান্ত এবং বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা সীমান্ত এলাকা থেকে এসব নারী, পুরুষ ও শিশুকে আটক করে।

পুশইনকৃতদের মধ্যে একজন ভারতীয় নাগরিক বলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার পরিচয় নিশ্চিত করতে তদন্ত চলছে।

পঞ্চগড়ের ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, বিএসএফ পুশইন করার পরপরই বিজিবির টহল দল দ্রুত অভিযান চালিয়ে ২৪ জনকে আটক করে। এদের মধ্যে একজন নিজের পরিচয় নিশ্চিতভাবে জানাতে পারেননি। তাকে নিয়ে আলাদা তদন্ত চলছে। পাশাপাশি, বিষয়টি নিয়ে বিএসএফের সাথে পতাকা বৈঠক করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে আটককৃতদের মধ্যে ৬ জনকে পঞ্চগড় সদর থানা এবং ১৭ জনকে বোদা থানায় হস্তান্তর করেছে বিজিবি।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান এবং বোদা থানার ওসি আজিম উদ্দীন জানিয়েছেন, “সীমান্তে পুশইন হওয়া মোট ২৩ জনকে জিডি মূলে আমাদের কাছে হস্তান্তর করেছে বিজিবি। তাদের নাম-ঠিকানা যাচাই করা হচ্ছে এবং প্রাথমিকভাবে তাদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।”

জানা গেছে, পুশইনকৃতদের বেশিরভাগের বাড়ি বাংলাদেশের নড়াইল ও বাগেরহাট জেলায়।

Facebook Comments Box

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here