Sunday, July 20, 2025
Homeসারাদেশপটুয়াখালীতে যুবলীগের ৬ নেতা গ্রেফতার

পটুয়াখালীতে যুবলীগের ৬ নেতা গ্রেফতার

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোজো ডেস্কঃ
পটুয়াখালীর দশমিনা উপজেলায় ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করে যুবলীগের ৬ নেতাকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার (১৮ জুলাই) দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আলীম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত বুধবার (১৭ জুলাই) রাত থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- বাঁশবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন (৫৩), একই ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন (৪০), ৩ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন শিকদার (৪০), উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জহির খলিফা (৪০), মৎস্যজীবী লীগের সিনিয়র সহসভাপতি মো. শাহিন (৩৫) এবং আলীপুর ইউনিয়নের ওয়ার্ড যুবলীগ সভাপতি আজাহার আকন (৫৩)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ৬ মার্চ বিকেলে বেতাগী সানকিপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে বিএনপির ইউনিয়ন কাউন্সিল চলাকালে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সেখানে হামলা ও ভাঙচুর চালায়। এতে বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হন। এ ঘটনার প্রায় দুই বছর পর চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি বেতাগীর সানকিপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সবুজ ঢালী বাদী হয়ে ৪৮ জনের নাম উল্লেখ করে দশমিনা থানায় মামলা করেন। এ ছাড়াও এ মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৪০ থেকে ৫০ জনকে।

দশমিনা থানার ওসি বলেন, ২০২২ সালের একটি রাজনৈতিক সহিংসতা মামলায় অভিযুক্তদের গ্রেফতারে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর