Tuesday, May 13, 2025
Homeরংপুরপরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে বাসচাপায় একই পরিবারের ৩ জন নিহত

পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে বাসচাপায় একই পরিবারের ৩ জন নিহত

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

রংপুর নিউজঃ
রংপুরের কাউনিয়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী এক এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার (১৩ মে) সকাল নয়টার দিকে উপজেলার মীরবাগ কৃষি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- এসএসসি পরীক্ষার্থী আফসানা বেগম স্নেহা (১৬) এবং তার চাচি রুবি বেগম (৩২) ও দুই বছর বয়সী চাচাতো ভাই রহমত। এসময় আহত হয়েছেন মোটরসাইকেল চালক আশরাফুল ইসলাম।

কাউনিয়া থানার এসআই (উপপরিদর্শক) শাহানুর জানান, সকালে বাড়ি থেকে বেরিয়ে ভাতিজি, স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন আশরাফুল। ভাতিজি স্নেহাকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়ে স্ত্রী রুবিকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল তার।
মীরবাগ বেইলি ব্রিজ পার হওয়ার পর কৃষি কলেজের সামনে পৌঁছালে বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল থাকায় তারা মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই ওই তিনজন মারা যান। এতে আহত হন আশরাফুল।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর