Thursday, July 31, 2025
Homeগাইবান্ধাপলাশবাড়ীতে স্কুল ভবন নির্মাণে ভয়াবহ দুর্নীতি : সরকারি প্রকৌশলী হেলাল ‘ঠিকাদার’ সেজে...

পলাশবাড়ীতে স্কুল ভবন নির্মাণে ভয়াবহ দুর্নীতি : সরকারি প্রকৌশলী হেলাল ‘ঠিকাদার’ সেজে চালাচ্ছেন নির্মাণকাজ

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

আশরাফুজ্জামান সরকার, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার নুনিয়াগাড়ি মৌজায় অবস্থিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণকাজে ভয়াবহ অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ বহুবার প্রকাশ পেলেও এখন পর্যন্ত সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

এতে দিনদিন জনমনে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে, আর বড় প্রশ্ন দেখা দিয়েছে—উপসহকারী প্রকৌশলী হেলালুর রহমান হেলাল প্রকৌশলী, না ঠিকাদার? এত প্রতিবাদ ও গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরও প্রশাসনের নিরবতা এই প্রশ্নকে আরও গভীর করে তুলেছে—তাহলে হেলালের খুঁটির জোর কোথায়?

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয় ভবন নির্মাণ প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত এলজিইডির উপসহকারী প্রকৌশলী হেলালুর রহমান হেলাল প্রকৃত অর্থে নিজেই ‘ঠিকাদার’ হিসেবে কাজ করছেন। নানা তথ্যানুসন্ধানে উঠে এসেছে, তিনি কোনো বৈধ ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে কাজ না করেও প্রকল্পটি সরাসরি পরিচালনা করছেন। ফলে সরকারি অর্থের অপচয় হচ্ছে এবং নির্মাণের মান নিয়েও উঠছে গুরুতর প্রশ্ন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান দোলন শুরু থেকেই কাজের মান নিয়ে উদ্বেগ প্রকাশ করে একাধিকবার কাজ বন্ধ করতে বললেও, প্রকৌশলী হেলাল অগ্রাহ্য করে জোর করে নির্মাণ চালিয়ে গেছেন। স্থানীয়রা অভিযোগ করেছেন, নির্মাণকাজে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের ইট, অপর্যাপ্ত মাপের রড এবং নিম্নমানের নির্মাণসামগ্রী।

সবচেয়ে উদ্বেগজনক ব্যাপার হলো, যখন স্থানীয়রা এই দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদে মুখর হন, তখন তাদের দমন করতে সাজানো হয় ‘চাঁদাবাজি’র নাটক। এমনকি ভ্রাম্যমাণ আদালত পর্যন্ত বিভ্রান্ত করার চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে। প্রকৌশলী হেলাল কর্তৃক আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন করে জনগণকে হয়রানির অভিযোগও পাওয়া গেছে।

এই ঘটনার প্রতিবাদে ইতোমধ্যে স্থানীয় গণমাধ্যমে একাধিক রিপোর্ট প্রকাশ পেয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিও, এবং জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তবুও প্রশাসন কোনো তদন্ত কমিটি গঠন করেনি—এ অভিযোগ বহুবার উঠলেও ব্যবস্থা দেখা যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম জানান, “আগামী রোববার (২৭ জুলাই) তদন্ত কমিটি গঠন করা হবে।”
অন্যদিকে, উপজেলা প্রকৌশলী তহিদুল করিম সরকার বলেন, “পিইডিপি-৪ প্রকল্পের রংপুর বিভাগের নির্বাহী প্রকৌশলী আগামী সপ্তাহে সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।”

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর