ফয়সাল হক, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সক্রিয় কর্মী, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ২২৩ ব্যাচের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী শাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) চিলমারী সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আয়োজনে ঘণ্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন কর্মসূচি বক্তব্য রাখেন চিলমারী সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব শামীম মিয়া ও যুগ্ম আহ্বায়ক মুশফিকুর রহমান ও ছাত্রনেতা মো আরিফ সরকার।
এসময় মানববন্ধন কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা ছাত্রদল এর সদস্য সচিব মো মিনহাজ সুমন ও চিলমারী উপজেলা ছাত্রদলের সদস্য রাসেল মিয়া, উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সদস্য রিয়াদ এবং কলেজের সাধারণ শিক্ষার্থীরা।