Friday, May 16, 2025
Homeদিনাজপুরপার্বতীপুরে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

পার্বতীপুরে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোঃ রুকুনুজ্জামান, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরে সহকারী শিক্ষক নিয়োগের নামে উপজেলার পূর্ব হোসেনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউনুস আলীর বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাৎ এর অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ওই বিদ্যালয়ের খোদেজা পারভিন নামে এক আবেদন প্রার্থী।

বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১১ টায় পার্বতীপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে খোদেজা পারভিন বলেন, গত ১ জানুয়ারি ২০০০ সালে সহকারী শিক্ষক পদে প্রতিষ্ঠানে যোগদান করি এবং ২ জানুয়ারি ২০০১ তারিখে সহকারী শিক্ষক পদে চাকুরি স্থায়ী করন হয়। নিয়োগের কাগজপত্র চাওয়া হলে প্রধান শিক্ষক কালক্ষেপণ করতে থাকেন। পরবর্তীতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউনুস আলী তার নিজ স্ত্রী রাফেজা খাতুনকে নিয়ম বহির্ভূত উক্ত পদে নিয়োগ প্রদান করেন। লাইব্রেরিয়ান পদে আমি পরিক্ষায় অংশগ্রহণ না করেও নিয়োগ পরীক্ষার রেজাল্ট শিটে আমার নাম উল্লেখ করে আমাকে বিদ্যালয়ের লাইব্রেরিয়ান পদে নিয়োগ প্রদানের কথা বলে প্রতারিত করেন।

এদিকে সংবাদ সম্মেলনে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে চাকুরি দেয়ার নামে দফায় দফায় তার কাছ থেকে ১৫ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ তুলে ধরা হয়। খোদেজা পারভীন প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু বিচারের আবেদন জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, পার্বতীপুর প্রেসক্লাবের সহ-সভাপতি মুসলিমুর রহমান, সহ-সভাপতি মাহফিজুল ইসলাম মাসুম, সাধারণ সম্পাদক হাবিব ইফতেখার, যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন মিলন, সাংগঠনিক সম্পাদক রুকুনুজ জামান বাবুল, অর্থ সম্পাদক মশিউর রহমান, ক্রীড়া সম্পাদক আমজাদ হোসেন, সাধারণ সদস্য হেলাল উদ্দিন, শাহিনুর আলম ও ভুক্তভোগী পরিবারের সদস্যগণ।

 

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর