হাবিবুর রহমান, পীরগাছা (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের পীরগাছায় জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
(৩ মে) শনিবার সকালে দেউতি শিশু নিকেতন বিদ্যালয় মাঠে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের সার্বিক সহযোগিতায় ভ্রাম্যমাণ ক্লিনিকের মাধ্যমে আল্ট্রাসনোগ্রামসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে প্রায় কয়েক হাজার রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মী বৃন্দ।
মেডিক্যাল ক্যাম্পে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু, মেডিসিন, প্রসূতি ও নারী স্বাস্থ্য, দন্ত, নাক-কান-গলা, শিশু ও অন্যান্য বিষয়ে বিশেষজ্ঞ প্রায় ২৬ জন চিকিৎসক এ সেবা প্রদান করেন।
Facebook Comments Box