Thursday, July 3, 2025
Homeরংপুরপীরগাছায় জমি নিয়ে দুই পরিবারে সংঘর্ষ, পাল্টাপাল্টি মামলা

পীরগাছায় জমি নিয়ে দুই পরিবারে সংঘর্ষ, পাল্টাপাল্টি মামলা

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

হাবিবুর রহমান, পীরগাছা (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের পীরগাছা উপজেলার মোংলাকুটি গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মণ্ডল ও সরকার পরিবারের মধ্যে পাল্টাপাল্টি মামলা হয়েছে। দীর্ঘদিন ধরে চলা জমি বিরোধের জেরে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

মণ্ডল পরিবারের সদস্য কায়সার আলম জানান, ভাতিজা মনিরুল ইসলামের জমি দখল নিয়ে সরকার পরিবারের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ চলছিল। ৩১ মে মনিরুলের বাড়িতে ভাঙচুরের ঘটনায় তিনি বাদী হয়ে মামলা করেন (নং-১৫৭/২৫)। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন।

তিনি অভিযোগ করেন, মামলা তুলে নিতে ব্যর্থ হয়ে ২৯ জুন সরকার পরিবারের সদস্যরা তার চাচা সারোয়ার হোসেন মণ্ডল ও ভাই মিঠু মিয়াকে মারধর করেন। ধারালো অস্ত্রের আঘাতে মিঠুর মাথায় গুরুতর জখম হয় এবং সারোয়ার হোসেনও আহত হন। পরে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় কায়সার আলম বাদী হয়ে সরকার পরিবারের ২৭ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

এর আগে, সরকার পরিবারের আব্দুল লতিফ ১ জুলাই মণ্ডল পরিবারের ২৫ জনের বিরুদ্ধে পাল্টা মামলা করেন। তিনি জানান, সংঘর্ষে তার ভাই গুরুতর আহত হয়েছেন এবং তারা কোনো আপোসে যেতে রাজি নন।

স্থানীয় বিএনপি নেতারা জানান, ঘটনাটি রাজনৈতিক নয়, সম্পূর্ণ জমি-সংক্রান্ত পারিবারিক বিরোধ। তবে একপক্ষ অপরপক্ষকে রাজনৈতিক উদ্দেশ্যে হেয় করার চেষ্টা করছে।

পীরগাছা থানার ওসি (তদন্ত) নাহিদ হোসেন জানান, উভয়পক্ষ মামলা করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

 

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর