Sunday, May 4, 2025
Homeরংপুরপীরগাছায় তাম্বুলপুর ভোলানাথ হাট-বাজার ব্যবসায়ী সমিতির ত্রিবার্ষিক নির্বাচন

পীরগাছায় তাম্বুলপুর ভোলানাথ হাট-বাজার ব্যবসায়ী সমিতির ত্রিবার্ষিক নির্বাচন

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img
হাবিবুর রহমান, পীরগাছা (রংপুর) প্রতিনিধি-
রংপুরের পীরগাছায় তাম্বুলপুর ইউনিয়নের ভোলানাথ হাট-বাজার ব্যবসায়ী সমিতির ত্রিবার্ষিক কমিটি গঠনের লক্ষ্যে দীর্ঘ ১২বছর পর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টা  থেকে বিকেল ৩টা পর্যন্ত চলে এই নির্বাচন। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রিসাইডিং অফিসার তাম্বুলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই।
৩৪২ ভোটের মধ্যে ছাতা প্রতীক নিয়ে ২০০ ভোট পেয়ে সভাপতি ফুলজার রহমান, মই প্রতীকে ১৭১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম ও বাইসাইকেল প্রতীকে ২৩৯ ভোট পেয়ে রাজু মিয়া সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
পোলিং অফিসার ছিলেন তাম্বুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান ও সহকারী শিক্ষক সাদেকুর রহমান, দুড়াগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইমান হোসেন, তাম্বুলপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজাদুল ইসলাম, প্রদীপ কুমার ও কাকলী রাণী। নির্বাচন পর্যবেক্ষণ করেন ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি আহাম্মদ আলী, ইউপি সদস্য ফখরুল ইসলাম, থানা এসআই রফিকুল ইসলাম, ব্যবসায়ী মাইদুল ইসলাম প্রমুখ।
Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর