হাবিবুর রহমান, পীরগাছা (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের পীরগাছায় শ্রবণ প্রতিবন্ধী এক ব্যক্তির জমি জাল দলিল তৈরি করে দখল এবং পরিবারসহ হত্যার হুমকির অভিযোগ উঠেছে। বুধবার (২৩ জুলাই) দুপুরে পীরগাছা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগীর পরিবার।
সংবাদ সম্মেলনে শ্রবণ প্রতিবন্ধী আব্দুল মান্নান মিঞার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, উপজেলার অনন্তরাম এলাকার বাসিন্দা আব্দুল মান্নান পৈত্রিক সূত্রে পাওয়া সোয়া ৫ শতক জমি দীর্ঘ ১৫ বছর ধরে জাল দলিলের মাধ্যমে জোরপূর্বক দখল করে রেখেছে একই গ্রামের মৃত আব্দুর রউফ মিয়ার ছেলে এরশাদ মিয়া ও খোরশেদ আলম।
ভুক্তভোগী জানান, গ্রাম্য সালিশের মাধ্যমে একাধিকবার বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করা হলেও বিবাদীরা তা মানেনি। সর্বশেষ ১৭ জুলাই সকালে জমিতে গেলে তাকে গালিগালাজ করে খুন ও লাশ গুমের হুমকি দিয়ে জোরপূর্বক তাড়িয়ে দেওয়া হয়।
পরদিন (১৮ জুলাই) তিনি পীরগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত এরশাদ মিয়ার মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, “অভিযোগটি পেয়েছি এবং গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। প্রতিবন্ধীর প্রতি এ ধরনের আচরণে নিন্দা জানিয়েছেন স্থানীয়রা। তারা সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।