Thursday, July 31, 2025
Homeরংপুরপীরগাছায় স্বাস্থ্যকেন্দ্র থেকে শটগান ও শটগানের পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার

পীরগাছায় স্বাস্থ্যকেন্দ্র থেকে শটগান ও শটগানের পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

পীরগাছা (রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগাছায় স্বাস্থ্যকেন্দ্র থেকে একটি শটগান ও শটগানের পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে থানা পুলিশ।

রোববার (২৭ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চৌধুরানী বাজারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ভবনের সামনের জানালার সানসেটের ওপর থেকে এসব উদ্ধার করা হয়।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পীরগাছা থানার এসআই শফিকুল ইসলাম আকন্দ, এসআই শাহ আলম সরদার, এএসআই আলতাব হোসেন সঙ্গীয় ফোর্সসহ যৌথভাবে সেখানে অভিযান পরিচালনা করেন। এ সময় ওই স্বাস্থ্য কেন্দ্রের জানালার সানসেটের ওপরে থাকা একটি কালো ট্রাভেল ব্যাগের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শটগান ও শটগানের পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর