Thursday, July 17, 2025
Homeআন্তর্জাতিকপুতিন একজন কঠিন মানুষ, অনেককে বোকা বানিয়েছেন : ট্রাম্প

পুতিন একজন কঠিন মানুষ, অনেককে বোকা বানিয়েছেন : ট্রাম্প

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোজো ডেস্কঃ
ইউক্রেন ইস্যুতে সমঝোতায় আসতে রাশিয়াকে ৫০ দিনের সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেটি না হলে মস্কোর ওপর ১০০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি। তবে ট্রাম্পের এ ঘোষণা পুতিন প্রশাসনকে হতাশা নয়, বরং স্বস্তিই দিয়েছে বলে জানায় ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, রাশিয়ার বিষয়ে বড় সিদ্ধান্তের ঘোষণা দেবেন তিনি। ট্রাম্পের এমন বক্তব্য ঘিরে শুরু হয় নানা জল্পনা। স্থানীয় সময় সোমবার (১৪ জুলাই) হোয়াইট হাউসে পশ্চিমা সামরিক জোট বা ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে সাক্ষাৎ করে এ ইস্যুতে বক্তব্য দেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প বলেন, পুতিনের ওপর অসন্তুষ্ট তিনি। ফোনালাপে পুতিন যুদ্ধ বন্ধের কথা বললেও, বাস্তবে তার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি। মস্কোকে ৫০ দিনের সময় বেঁধে দেন ট্রাম্প। নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতায় না আসলে দেশটির ওপর শতভাগ সম্পূরক শুল্ক আরোপের হুঁশিয়ারি দেন। বলেন, ভারত, চীন বা যেসব দেশ এখনো রুশ জ্বালানি কিনছে, তারাও এই শাস্তির আওতায় পড়বে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন,
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্র প্রায় তিন হাজার ৫০০ কোটি ডলার খরচ করেছে। আমরা চাই এ যুদ্ধ বন্ধ হোক। এটা আমার যুদ্ধ ছিল না। এটা ছিল বাইডেনের যুদ্ধ। আমি বিশ্বকে এই যুদ্ধ থেকে বের করে আনতে চাই।

আর ন্যাটো মহাসচিব এক সাক্ষাৎকারে জানান, ট্রাম্পের এই শুল্ক পরিকল্পনা অত্যন্ত সুপরিকল্পিত। কারণ এটি শুধু রাশিয়াকে নয়, বরং দেশটির বাণিজ্য সহযোগী চীন, ভারত, এমনকি ব্রাজিলকেও চাপ দেবে। তার মতে, সেইসব দেশ এখন পুতিনকে ইউক্রেন ইস্যুতে সমঝোতার জন্য চাপ দেবেন।

এরপর বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তিনি এখন পুতিনকে আর বিশ্বাস করেন না। তবে রুশ প্রেসিডেন্টের প্রতি এখনো পুরোপুরি আস্থা হারাননি বলেও জানান তিনি। বলেন, ‘তার প্রতি আমি হতাশ। তবে তার সঙ্গে এখনো আমার কাজ বাকি আছে।’ পুতিনকে বিশ্বাস করেন কি না– এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি প্রায় কাউকেই বিশ্বাস করি না।’

পুতিন সম্পর্কে ধারণায় পরিবর্তন আনতে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া তাকে সহায়তা করেছেন বলেও জানান ট্রাম্প। তিনি বলেন,
আমি ঘরে ফিরে ফার্স্ট লেডিকে (মেলানিয়া ট্রাম্প) বলেছিলাম, জানো আমি আজ ভ্লাদিমিরের (পুতিন) সঙ্গে কথা বলেছি। আমাদের মধ্যে দারুণ আলাপ হয়েছে। তা শুনে সে বললো, ওহ, সত্যি? কিন্তু এইমাত্র আরেকটি শহরে (ইউক্রেনের) হামলা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন,
আমি বলতে চাই না তিনি (পুতিন) একজন ঘাতক। কিন্তু তিনি একজন কঠিন মানুষ। বছরের পর বছর ধরে এটা প্রমাণিত। সে অনেক মানুষকে বোকা বানিয়েছে।

সূত্র: রয়টার্স, বিবিসি, এনডিটিভি

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর