Thursday, July 17, 2025
Homeআন্তর্জাতিকপুতিন সুন্দর কথা বলেন, তারপর সন্ধ্যায় সবাইকে বোমা মারেন : ট্রাম্প

পুতিন সুন্দর কথা বলেন, তারপর সন্ধ্যায় সবাইকে বোমা মারেন : ট্রাম্প

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোজো ডেস্কঃ
যুক্তরাষ্ট্র ইউক্রেনকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রোববার (১৩ জুলাই) এ কথা জানান তিনি। একইসঙ্গে, রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার ইঙ্গিত দিয়ে ইউক্রেনে যুদ্ধের জন্য আবারও রাশিয়ান নেতা ভ্লাদিমির পুতিনের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন ট্রাম্প।

সোমবার (১৪ জুলাই) ‘রাশিয়ার বিষয়ে… বড় ধরনের বিবৃতি’ দেয়ার কথা বলার পরই ইউক্রেনকে ‘অত্যন্ত প্রয়োজনীয়’ অস্ত্র দেয়া হতে পারে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট।

প্রতিবেদন মতে, কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই সোমবার এই ঘোষণা আসতে পারে, কারণ মার্কিন বিশেষ দূত তার সবশেষ ইউক্রেন সফর শুরু করছেন এবং ওয়াশিংটনে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সাথে দেখা করার কথা রয়েছে ট্রাম্পের।

ট্রাম্প রোববার বলেন, ‘আমরা তাদের জন্য প্যাট্রিয়ট পাঠাবো, যা তাদের খুবই প্রয়োজন।’ তবে তিনি ইউক্রেনে কতগুলো অস্ত্র পাঠাবেন তা নির্দিষ্ট করে বলেননি।

নিউ জার্সিতে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনাল দেখে ফেরার সময় জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি এখনও সংখ্যার বিষয়ে (ক্ষেপণাস্ত্র) একমত হইনি, তবে তারা কিছু পেতে যাচ্ছে। কারণ তাদের সুরক্ষার প্রয়োজন।’

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমরা মূলত তাদের কাছে সামরিক বাহিনীর অত্যন্ত উন্নত বিভিন্ন সরঞ্জাম পাঠাতে যাচ্ছি এবং তারা এর জন্য আমাদের ১০০ শতাংশ অর্থ দেবে। এতে আমাদের ব্যবসা হবে।’

রুশ প্রেসিডেন্টের ওপর ‘হতাশ’ বলেও পুনরায় জানান ট্রাম্প। বলেন, পুতিন সত্যিই অনেক মানুষকে অবাক করে দিয়েছেন। তিনি সুন্দর কথা বলেন এবং তারপর সন্ধ্যায় সবাইকে বোমা মারেন।

সূত্র: এনডিটিভি

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর