Wednesday, May 14, 2025
Homeজাতীয়পুলিশের কাছে বড়জোর শটগান থাকতে পারে - আইজিপি

পুলিশের কাছে বড়জোর শটগান থাকতে পারে – আইজিপি

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

রংপুর নিউজঃ
পুলিশকে প্রাণঘাতী অস্ত্র না দেওয়ার সরকারি সিদ্ধান্তের সঙ্গে একমত হয়ে বাহিনীর মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, আমার (পুলিশ) কাছে বড়জোর শটগান থাকবে– এটাই সবার স্বাভাবিক প্রত্যাশা।

গতকাল মঙ্গলবার রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজ (পিএসসি) চত্বরে এক অনুষ্ঠানে অংশ নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
পুলিশপ্রধান বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেটা বোঝাতে চেয়েছে, যে অস্ত্রের গুলিতে নিশ্চিত মৃত্যু হয়, যেমন রাইফেল থেকে বুলেট বের হয়– এগুলো আমরা এড়িয়ে চলব। আমরা আসলে সবার সঙ্গে আলোচনা করে এটা ঠিক করব। তবে আমরা নীতিগতভাবে মনে করি, পুলিশ একটি হত্যাকারী বাহিনী হতে পারে না।
তিনি আরও বলেন, যেসব জায়গায় বিশেষ পরিস্থিতি থাকে, বিদ্রোহ হওয়ার আশঙ্কা থাকে, সেসব জায়গায় আমাদের মেনে চলাটা একটু কঠিন হয়। তবে স্বাভাবিক পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষা করতে গিয়ে যেন প্রাণঘাতী অস্ত্র না থাকে।

এর আগে সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির নবম সভায় পুলিশের প্রাণঘাতী অস্ত্র ব্যবহার বন্ধের বিষয়ে সিদ্ধান্ত হয়। সেদিন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পুলিশের হাতে যেন আর কোনো মারণাস্ত্র না থাকে, এগুলো তাদের জমা দিয়ে দিতে হবে। তবে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) হাতে থাকবে। তাদের কাজ অন্য পুলিশের থেকে একটু আলাদা। এই সিদ্ধান্ত কার্যকর করতে কিছুটা সময়ের প্রয়োজন।
মিরপুর পুলিশ স্টাফ কলেজ চত্বরের পুলিশ ক্লাব মাঠে গতকাল বিকেলে অনুষ্ঠিত আইজিপি কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৪-২৫ উপভোগ করেন আইজিপি। পরে তিনি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল এবং সেরা খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন।

টি২০ ফরম্যাটে অনুষ্ঠিত ম্যাচে চ্যাম্পিয়ন হয় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ক্রিকেট দল। তারা এপিবিএন দলকে দুই উইকেটে হারায়। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ দল ১৯ দশমিক ৫ ওভারে ৮ উইকেটে ১৫৮ রান করে বিজয়ী হয়। টসে জিতে এপিবিএন দল প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৪ রান সংগ্রহ করে। এপিবিএন দলের রাফি আহমেদ ভূঁইয়া ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ হয়েছেন। ‘প্লেয়ার অব দ্য ফাইনাল’ হয়েছেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের জান্নাতুল নাঈম। চট্টগ্রাম রেঞ্জের মাসুদ সেরা ব্যাটসম্যান এবং ডিএমপির কাজল সেরা বোলার নির্বাচিত হয়েছেন।

সিআইডির অতিরিক্ত আইজিপি ও বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবের সভাপতি ছিবগাত উল্লাহর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইজিপি বাহারুল আলম। অনুষ্ঠানে পুলিশের অতিরিক্ত আইজিপি, ঢাকায় পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ ও পরিচালক নাজমুল আবেদীন ফাহিম প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর