মোঃ মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
স্বাধীনতার পর থেকে দীর্ঘ ৫৪ বছর পেরিয়ে গেলেও দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় গুরুত্বপূর্ণ সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি। বিশেষ করে উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের বেশীর ভাগ রাস্তা কাঁচা, খানা-খন্দে ভরা, যাতায়াতের অনুপোযোগী।
এ ছাড়াও ১নং বুলাকীপুর,পালশা ও ঘোড়াঘাট ইউনিয়নের অধিকাংশ রাস্তা কাঁচা রয়েছে। এসব রাস্তায় চলাচলের ক্ষেত্রে প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় জন সাধারণের,ঘটছে দূর্ঘটনা। বর্ষা মৌসুমে কাঁচা ও খানাখন্দে ভরা রাস্তা দিয়ে চলাচল করা রীতিমতো কষ্টদায়ক। সড়কে যানবাহন চলাচল করাও অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠে। তাই দ্রুত রাস্তাগুলো পাকা করণের দাবী জানিয়েছে এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, বহুবার আশ্বাস দেওয়া হলেও এখনো উপজেলার অনেক সড়ক পাকা হয়নি, যেগুলো হয়েছে সেগুলোরও অবস্থা খুবই নাজুক।
ট্রাকচালক রহিম মিয়া জানান, “এই এলাকার রাস্তাগুলোর অবস্থা এতই খারাপ যে গাড়ি চালানোর সময় দূর্ঘটনার কবলে পড়তে হয় চালকদের,যানবাহন বিকল হয়ে যায় ফলে আর্থিক ক্ষতি হয়।”
শিক্ষার্থীরা জানায়, খারাপ রাস্তার কারণে স্কুল-কলেজে যাতায়াত করতে চরম দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে বর্ষাকালে জলাবদ্ধতা ও কর্দমাক্ত রাস্তার কারণে অনেক সময় ক্লাসে যাওয়া সম্ভব হয় না।
এ বিষয়ে ঘোড়াঘাট উপজেলার মতিন মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, “এত বছরেও যদি আমরা একটা ভালো রাস্তা না পাই, তাহলে উন্নয়ন কোথায়? জনপ্রতিনিধিরা শুধু আশ্বাস দেন, কিন্তু কাজের কাজ কিছুই হয় না।”
তবে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা বলছেন, তারা যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
ঘোড়াঘাট উপজেলা প্রকৌশলী জানান, “আমরা বেশ কয়েকটি রাস্তার সংস্কার কাজ হাতে নিয়েছি এবং অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ রাস্তা উন্নয়নের চেষ্টা চলছে।”
এলাকাবাসীর দাবী, প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন দরকার। দ্রুত সময়ের মধ্যে আধুনিক ও টেকসই সড়ক ব্যবস্থা গড়ে তোলার দাবী তাদের।