Wednesday, July 2, 2025
Homeক্যাম্পাসপ্রথম আলো বন্ধুসভা, হাবিপ্রবি-এর আয়োজনে ‘Career Craft 1.0’ সম্পন্ন

প্রথম আলো বন্ধুসভা, হাবিপ্রবি-এর আয়োজনে ‘Career Craft 1.0’ সম্পন্ন

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোঃ আরাফাত ইসলাম, হাবিপ্রবি প্রতিনিধিঃ
প্রথম আলো বন্ধুসভা, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শাখার আয়োজনে অনুষ্ঠিত হলো দিনব্যাপী ক্যারিয়ার বিষয়ক কর্মশালা ‘Career Craft 1.0’।

গত ২৮ জুন ২০২৫, শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত এই কর্মশালায় অংশগ্রহণ করেন বিভিন্ন বিভাগের ৭০ জন শিক্ষার্থী।শিক্ষার্থীদের কর্পোরেট জগতে প্রবেশের প্রস্তুতি ও প্রফেশনাল সিভি লেখার কৌশল শেখানো ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। প্রশিক্ষক হিসেবে ছিলেন: মো. আকরাম হোসেন,প্রভাষক, ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজার্ভেশন বিভাগ, হাবিপ্রবি এবং সাবেক কোয়ালিটি অ্যাসিওরেন্স অফিসার, নেস্‌লে বাংলাদেশ পিএলসি।

কর্মশালার মূল আকর্ষণ ছিল প্রফেশনাল সিভি বা রেজ্যুমে লেখার প্রশিক্ষণ, কর্পোরেট জব প্রিপারেশন সেশন, বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে হাতে-কলমে শেখানো,সিভি লেখা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ এবং সার্টিফিকেট প্রদান।

এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহ সৃষ্টি করে। অংশগ্রহণকারীরা জানান, এই কর্মশালা তাদের আত্মবিশ্বাস বাড়াতে ও ক্যারিয়ার পরিকল্পনায় স্পষ্টতা আনতে সহায়ক হয়েছে।

এ বিষয়ে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ‘রাফি’ বলেন,“কর্পোরেট জবের জন্য কীভাবে প্রস্তুতি নিতে হয়, সে সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। এই ওয়ার্কশপ থেকে আমি অনেকগুলো তথ্য পেয়েছি, যা আমার ক্যারিয়ারের জন্য খুবই কাজে দেবে।

ওয়ার্কশপের প্রশিক্ষক খুব বন্ধুত্বপূর্ণ ছিলেন এবং জটিল বিষয়গুলোও সহজভাবে বুঝিয়ে দিয়েছেন। আমি এই ধরনের আরও ওয়ার্কশপে অংশ নিতে আগ্রহী।”

কৃষি অনুষদের শিক্ষার্থী ‘দিশা’ বলেন,“সেশনটি একেবারেই প্র্যাকটিকাল ছিল। শুধু থিওরি নয়, সিভি বানানো থেকে শুরু করে ইন্টারভিউ পর্যন্ত অনেক কিছুই পরিষ্কার হয়েছে। আমি এখনই আমার সিভি আপডেট করতে বসে পড়েছি!”

এ বিষয়ে প্রথম আলো বন্ধুসভা,হাবিপ্রবি শাখার সাবেক সভাপতি নাহিদুল ইসলাম হৃদয় বলেন,

“সাবেক সভাপতি হিসেবে আজকের কর্মশালায় উপস্থিত থাকতে পেরে আমি গর্বিত।সিভি রাইটিং, কর্মজীবনের প্রস্তুতি ও আন্তর্জাতিক সিভি ফরমেট নিয়ে আলোচনা ছিল অত্যন্ত সময়োপযোগী।কম্পিউটার বিষয়ক ব্যবহারিক জ্ঞান শিক্ষার্থীদের বাস্তব জীবনে কাজে লাগবে।এমন আয়োজনের জন্য হাবিপ্রবি বন্ধুসভাকে ধন্যবাদ।”

এ প্রোগ্রামের সফলতা সম্পর্কে প্রশিক্ষক ‘আকরাম হোসেন’বলেন,❝বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কোর্সে আমরা শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক জ্ঞান প্রদান করি। কিন্তু চাকরি পেতে হলে শিক্ষার্থীদের একাধিক প্রতিযোগিতামূলক ধাপ অতিক্রম করতে হয়, যেখানে সিভি/রেজুমের গুরুত্ব অপরিসীম। চাকরির বিজ্ঞাপন অনুযায়ী উপযুক্ত তথ্য ও উপাত্ত ব্যবহার করে আকর্ষণীয় ও পূর্ণাঙ্গ সিভি তৈরি করতে না পারার কারণে অনেক শিক্ষার্থী প্রাথমিক পর্যায়েই বাদ পড়ে যায়।শুধু একাডেমিক শিক্ষা নয়, চাকরি বা ব্যবসায় সফল হতে শিক্ষার্থীদের আরও কিছু গুরুত্বপূর্ণ দক্ষতা অর্জন প্রয়োজন—যেমন প্রাঞ্জলভাবে কথা বলা, কার্যকর রিপোর্ট ও ইমেইল লেখা, মৌলিক তথ্য-প্রযুক্তি দক্ষতা, নিজেকে পেশাগতভাবে উপস্থাপন, এবং কর্মক্ষেত্রে সুন্দর ও ফলপ্রসূ পারস্পরিক যোগাযোগ বজায় রাখা।

এই প্রয়োজনীয়তা উপলব্ধি করেই প্রথম আলো বন্ধুসভা হাবিপ্রবি শাখার আমন্ত্রণে “করপোরেট জব প্রস্তুতি ও সিভি/রেজুমে প্রণয়ন” বিষয়ক সেশনে অংশগ্রহণ করি। শিক্ষার্থীদের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো শেখানোর পাশাপাশি তাদের কাছ থেকেও অনেক কিছু শেখার সুযোগ হয়েছে। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ধন্যবাদ জানাই এবং এই ধরনের কার্যক্রম নিয়মিতভাবে আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করছি।❞

প্রথম আলো বন্ধুসভা, হাবিপ্রবি ভবিষ্যতেও এমন শিক্ষামূলক ও দক্ষতা উন্নয়নমূলক কর্মশালা আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর